পাতা:অভিমানিনী.djvu/১৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম পরিচ্ছদ “কমমস্য বামা গতিঃ ।।’’ গীতগোবিন্দ্রম। সীতাপতি পিতাকে একথানা পত্র লিপিল । তাহাতে কোন কথাই গোপন করিল না। চিঠিখানা ডাকে দিয়া তাহার উত্তর अङाश्वाश्न छेएकर्छिङ श्शेम्ना इश्व् ि। s যেদিন উত্তর আসিবার কথা, সেদিন সীতাপতি কোন পত্র পাইল না। পরদিন হৃদয়বাবু তাহাকে ডাকাইলেন। , , হৃদয়বাবু নিজের বসিবার ঘরে ফরাসের উপর অৰ্দ্ধশায়িত অবস্থায় তাকিয়ায় ঠেস দিয়া বসিয়াছিলেন। বাম তাতে গড়গড়ার নল । সামনে একখানা খোলা চিঠি পড়িয়াছিল। সীতাপতি ঘরে ঢুকিলে হৃদয়বাবু তাহাকে বসিতে বলিলেন । সীতাপতি ফরাসের একপ্রান্তে বসিলা। ঈদয়বাবু চিঠিখানা। তাছার দিকে আগাইয়া দিয়া বলিলেন, “পড় ” সর্ব্বনাশ! এ যে তাহার পিতার চিঠি !' তাহাকে উত্তর না দিয়া তাহার পিতা হৃদয়বাবুকে লিখিয়াছেন। সীতাপতি পত্রখানা পড়িতে লাগিল। অন্যান্য কথার পর তাহার বিবাহ সম্বন্ধে তাকার পিতা লিখিয়াছেন “সীতাপতির পত্র পাইয়া আমি প্রথমে বিশ্বাস করিতে