পাতা:অভিমানিনী.djvu/২০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sš अखिभानिनी নাথের জেল-আমার সঙ্গে মালতীর সেই মাকে শেষ দেখা দেখতে যাওয়া । আমার একরাত্রির পাপের বীজে এত বড় গাছ জন্মে। গেল । মালতীকে তার” শ্বশুরের অমতে লুকিয়ে মাক দেখতে নিয়ে গিয়ে তার শ্বশুরের আশ্রয় ঘোচালুম। শুধু আঙ্গিয় ঘোচান নয়, যখন হৃদয়বাবু বললেন ‘কোথায় কার সঙ্গে রাত্রিবাস করে এসে হাজির হয়েছ, তার সঙ্গেই যাও ।” অভিমানিনী মা আমার গাড়ীতে মূচ্ছিতা হয়ে পড়লেন। আমি পাগলের মত হয়ে গেলুম। তাকে এখানে আনলুম। তোমায় এখানে আনলুম। অনেক চেষ্টা করেও উমানাথের কোন খোঁজ পেলুম। না। কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করুলুম তোমাদের যে সর্ব্বনাশ করেছি প্রাণ দিয়ে তার প্রায়শ্চিত্ত করব। আমার সে সংকল্প তুমি পূর্ণ করতে দেবে না ? ফাকি দিয়ে পালাবে ? আমায় আবার সেই রকম যন্ত্রণায় পাগল করে তুলবে ? আমি বেঁচে থাকতে তা হ’বে না। আমায় ধরিয়ে দাওচোর বলে ধরিয়ে দাও । আমি জেলে যাই । আমার পরিবার পথে পথে ভিক্ষা করুক। * আমি শাস্তি পাই। তুমি তারপর যা খুনী ক’র।” উন্মাদের মত নীলমাধব এই কথাগুলি এক নিশ্বাসে বলিয়া ফেলিয়া হাফাইতে লাগিল। রঘুনাথ নিজের কর্ণকে বিশ্বাস করিতে পারিল না। সে কি সত্যই এসব কথা শুনিতেছে ? সত্য বৈ কি ? তাই তাহার পিতার প্রেতাত্মার গল্প প্রচারিত হইয়া গিয়াছিল--তাই গহনার বাক্সর চাবি LStDLK DB DBYiDBD BDDD DBBDB DBB BBD DD DBDD S S BDBD ঘটনাগুলি কুজ কাটিকার অপগমে নৈসৰ্গিক দৃশ্যের ন্যায় তাহার মনে keBuu D DuuDSS BBDB DBDBDB BBDuD DDB DBE S কিন্তু এখন তাহার কর্ত্তব্য কি তাহা লে স্থির করিতে পারিল না। igg iDuuDB DB BK BDDBBDB DB BDDD DBD DDB DDD S S BDS মাধব আবার বলিয়া উঠিল “কথা কচ্ছন যে, কি ধরবে। আমার বল ?”