পাতা:অভিমানিনী.djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় পরিচ্ছেদ No বোসজা মশায় বড়। উদার ছিলেন। কিন্তু তাও বলি এই জন্যই আবার SBDBD gDDB DYSS BBDD BD BD DDB D S SBB DD রকম শুনছি, তাতে বোস্জা ত কেবল দেনাই রেখে গৈছেন বােধ হয়। কি বল রঘুনাথ ? আমার কাছে আর লুকিয়ে কি হবে ? ছেলেধানুষ তোমরা। আমাকেইতািসব দেখতে শুনতে হবে।” পাড়ার সিঙ্গীমশাই উপস্থিত ছিলেন। তঁহার কাছেই রঘুনাথদের বাড়ীখানি বন্ধক ছিল ; হৃদয় বাৰু আসিয়াছেন শুনিয়া তিনিও নিজ প্রাপ্যের একটা বন্দোকিস্ত করিতে আসিয়াছিলেন ; অন্যান্য পাওনাদারেরাও সেই উদ্দেশ্যে আসিয়াছিল। সকলেই ভাবিতেfছল, হৃদয়বাবু নিশ্চয়ই কিছু একটা বন্দোবস্তু করিয়া দিবেন, কারণ তিনি ভিন্ন আর এখন নাবালকদের অভিভাবকই বা কে ? হৃদয়বাবুর কথা শুনিয়া সিঙ্গীমশাই হইতে আরম্ভ করিয়া ছোটখাট পাওনাদারেরা সকলেই নিজ নিজ প্রাপ্যের কথা উল্লেখ করিতে লাগিল। দেনার পরিমাণ শুনিতে শুনিতে হািদয়বাবুর মূখ্য গম্ভীর হইয়া আসিল, গড়গড়ার ডাক মন্দীভূত হইয়া গেল। মনে মনে ভাবিতে লাগিলেন “এখানে এসে কি ভুলই করেছি।” মুখে বলিলেন, “তা তোমাদের ভাবনা কি ? সবাই টাকা পাবে। বৈসিজার কি আর পুজি কিছু নেই ? আর যারা বন্ধক নিয়ে টাকা দিয়েছ, তাদের আর টাকা ডোববার ভয় কি ? যাক ‘কছুদিন, শ্রাদ্ধশান্তিটা চুকে যাক। তার পর একটা মীমাংসা করা যাবে, কি বল হে রঘুনাথ ?” রঘুনাথ আর কি বালিবে ? এই প্রথম সে নিজের অবস্থার ইঙ্গিত পাইতেছিল। সে যে কতদূর নিঃসহায় তাহা এতক্ষণে তাঙ্গার বোধ BDuD S S SBBBD KBBD BBBD SS DBBS BD DS SDBDDDDD