পাতা:অভিমানিনী.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

RV অভিমানিনী খানি দেখিতে দেখিতে হঠাৎ নিম্নলিখিত পংক্রিটির উপর হৃদয় বাবুর 雅 f河一 “বিশ্বম্ভর পাইন-মালতীর টায়রা বন্ধক দিয়া -৫০.০২ ৷” হৃদয়বাৰু স্তম্ভিত হইয়া গেলেন। তাহার পুত্রবধূর অলঙ্কারও কি বন্ধক দিয়াছে না কি ? তাহা হইলে বসু-গৃহিণীর অলঙ্কার ত নিশ্চয়ই নাই। খুজিতে খুজিতে আর এক জায়গায় দেখিলেন “নিশিকান্ত সাহা-মালতীর নেকলেস বন্ধক-৩০০২ ৷” হৃদয়বাবু আস্তে আস্তে খাতাখানি রাখিয়া দিলেন। ভাবিলেন, যা হইবার হইয়াছে, বৌমাকে আর একদণ্ড এখানে রাখা উচিত নয়। igBB DDDD DBBBBDSDDBS DD BDBB BDS S BDDD আমি আজই নিয়ে যেতে চাই। এখানে কান্নাকাটি করবে। সেখানে তবু পাঁচটা দেখবে, নূতন জায়গায় অনেকটা ভুলে যাবে।” বসু-গৃহিণী একবার বলিলেন “এই শোক পেয়ে ও গিয়ে থাকতে পারবে কি ? না হয়, দুদিন বাদেই নিয়ে গেলেন।” হৃদয় । না বেয়ান, তুমি বুঝছি না। এখানেই চারদিকে চাইলে সব কথা মনে পড়বে । ভায়েদের এই অবস্থা, তোমাদের এই অবস্থা দেখলে আরও অস্থির হয়ে পড়বে । তার চেয়ে কিছুদিন সরে থাকাই vejč) | বসু-গৃহিণীর একবার বলিবাব। ইচ্ছা চইল “আমার সংসার কে দেখে ? ছেলেদেরই বা কে দেখে ?” কিন্তু নিজেদের সুবিধার জন্য অনুরোধ আর করিতে পারিলেন না । মেয়ের বিবাহত ঠাইলেই সে পর হইয়া যায় । এই ত সেই দিনই সকালে তঁর বড় মেয়ে সকল অবস্থা দেখিয়া শুনিয়া ও তাহাকে এই অবস্থায় রাখিয়া চলিয়া গেল ।