পাতা:অভিমানিনী.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ পরিচ্ছেদ ঝরােন্দার ওপাশেই বুড়োর ঘর। সেদিকে নজর পড়তেই বলবো কি বামুন ঠাকরুণ, পষ্ট দেখতে পেলুম বুড়ো ঘরের ভেতর ১ থেকে বারান্দায় বেরিয়ে এল! আমি চেচিয়ে উঠতে যাচ্ছি, এমন সময় আর দেখতে পেলুম নি!! আমি দৌড়ে একেবারে গিল্পীর কাছে গিয়ে পড়লুম! সে তখনও ফুলে ফুলে কঁদছে। একবার মনে করুলুম, তাকে বলি ; আবার ভাবলুম থাক্‌, মনে কষ্ট পাবে। রঘুনাথকে বলবো গয়ায় একটা পিণ্ডি দিয়ে আসবে।” বামুন ঠাকুরুণও নেত্রদ্বয় বিস্ফারিত করিয়া এই কাহিনী শুনিতে শুনিতে শিহরিয়া উঠিতেছিল। বলিল, “তা আর হবে না। বামার মা ! বুড়োর ছেলে-অন্ত প্রাণ ছিল । মায়া কি আর একেবারে কাটাতে পারে ? আমার বাপের বাড়ীর পাশে মুখুযোদের বাড়ী “ভুল। চণ্ডী মুখুয্যে যখন মরে তখন তার সত্তর বছর বয়স । তৃতীয় প‘ক্ষ’ব সোমন্ত্র ম্যাগ রেখে ম’ল। রোজ রাত্রিতে এসে উপদ্রব করত । ইট পাটকেল কত কি বাড়ীতে পড়ত। দোষ পেয়ে মরলেই না কি ঐ রকম হয় ।” বামার মা অৰ্দ্ধস্পষ্ট স্বরে “রাম রাম” বলিয়া উদ্দেশে ঠান্ত দুখানা জোড় করিয়া কপালে ঠেকাইল । এই সময়, “কি গো তোমাদের কি - কথা হচ্ছে” বলিয়া দত্তগিল্পী গামছা কঁধে দাঁতে ঘুটের স্থাই ঘসিতে ঘসিতে উপস্থিত হইলেন । দত্তগিল্পীকে দেখিয়াই বামার মা কথাটা চাপা দিয়া ফেলিল , বলিল, “এই মা সুশীলার কথা বলছিলুম। তোর বয়স হয়েছে। শাস্তুর মুখে ছাই দিয়ে একটি ছেলের মা হয়েছিস । তোর কি উচিত এই রকম মাকে ভাইকে ফেলে রেখে চলে যাওয়া ? আহা, মুখে জল দেবার একটা লোক নেই। BD DBB DJiAA ASLDYY YYYzYDDD DSDSDBBBDEDB LLLLD আর আমি বেশী কি করব ? হাজার হোক তুই তোর মাকে ভাইকে