পাতা:অভিমানিনী.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8茨 · অভিমানিনী শু্যামবাজার অঞ্চলে এক সুবৃহৎ ত্রিতল ভবন তাহার মনোনীত হইল তিনি তাহা ক্রয় করিয়া সপরিবারে সেখানে উঠিয়া গেলেন । কিছুদিন পরে একটা গুজব উঠিল যে গঙ্গাপুর বাবু আফিসের চাকরি ছাড়িয়া দিতেছেন । প্রথমে সে কথাটা কেহ “বশ্বাস করিল না । অনেক দিনের চাকরি, হঠাৎ এমন করিয়া ছাড়িবেনই বা কেন ? কিন্তু সতা সাতাই একদিন যখন গঙ্গাধর বাবু বড় সাহেবের খাসি-কামরায় ঘণ্টাখানেক থাকিয়া বাতির হইয়া বলিলেন, “আমি আগামী মাস থেকে চাকরিতে ইস্তফা দিলুম।” তখন আর কাহারও এ বিষয়ে সন্দেহ রহিল না। যাইবার সময় ও গঙ্গাধর বাবু বড় সাহেবকে বলিয়া নীলমাধবের আরও পদবুদ্ধি করিয়া দিলেন । নীলমাধবের মাসিক বেতন হইল ১৫৪২ छेद 1 । আফিসের চাকরি পরিত্যাগ করিয়া গঙ্গাধর বাবু ব্যবসায়ে প্রবৃত্ত । হইলেন । চীনাবাজারে সুবৃহৎ এক ষ্টেশনারি দোকান ও এক ছাপাখান! খুলিলেন । বড় বড় সওদাগরণের অফিসে ঠোঁহার পরিচয় ছিল । সেই সব আফিসের সমস্ত ছাপানের কাজ তিনি একচেটিয়া করিয়া লইলেন, দোকানখানি ও নিজে তত্ত্বাবধান করতে লাগিলেন । তঁহার বরাত ফিরিয়া গেল । অল্পদিনের মধ্যেই তিনি প্রভূত অর্থ উপাৰ্জন . শ্মি DBBBDBDD DBBBBBEYD BDD S DD DBDD gggDE S সঙ্গে সঙ্গে তাতার চাল ও ফিরিয়া গেল। এখন জুড়ীগাড়ী নন্সিলে BDBBBDD BKDSBBK D DD SDD DSSSS DBDLLBD SBBOOS SBBDD দর গুয়ান। প্রতি রবিবারে বন্ধুবর্গের সমাগমে গ্রীতিভোজ । গঙ্গাধর বাবুকে এখন আর দেখিলে চিনিতে পারা যায় না । তাহার পত্নী সুশীলাসুন্দরীর ও এই সময় বহু পরিবর্তন হইয়া গেল। { দক্ষিণেশ্বরে থাকিতে তিনি তঁহার গর্ব্ব তত প্রকাশ করিতে পারিতেন