পাতা:অভিমানিনী.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8r অভিমানিন" এইরূপে দুই পুত্রের লেখাপড়া শিক্ষা ৮ গ্রাসাচ্ছাদন চলিতেছিল। গৃহিণী নিজেই ক্লান্ধন করিতেন, নিজেই ঘর ঝাঁট দিতেন, বাসন মাজিতেন । দ্বিপ্রহরে ঐ রূপ। অর্থ সংগ্রহে বহির্গত হইতেন । অবশেষে মূল্যবান আসবাব একে একে পায় সমস্তই বিক্রয় হইয়া গেল। পান্ধীভাড়া দিবারও আর পয়সা জুটে না ! তখন সেই ধনীগৃহের কুলবধু থান কাপড়খানি পরিয়া অবগুণ্ঠনে মুখাবৃত করিয়া সঙ্কুচিত DLB EBBBB KEK DDJD BBBDLD DDDDD S S SBBBDD কিছু মিলিত না, সেদিন বাড়ীতে আসিয়া ভূতলে পড়িয়া কঁাদিতেন। বলিতেন, “হারি । আর কেন আমায় রেখেছি ? এখনও কি আমার ভোগ শেষ হয় নাই ?” যে পুত্রদ্ধয়কে সম্পদের সময় দশ বার রকম ব্যঞ্জনসহ নিত্য খাওয়াইতেন, এই দুঃখের দিনে তাহদের পাতে একটা তরকারী ও ডাল দিতে র্তাহার বুক ফার্টিয়া যাইত। রঘুনাথ বুঝিত, সে বাহিক উৎসাহ দেখাইয়া, থাইয়া লইতে। বলিত “বাঃ, আজি মোচার ঘণ্টটা ত” চমৎকার হয়েছে ।” আগে এই প্রশংসামু গৃহিণীর কত আহলাদ হইতে । এখন কিন্তু এইরূপ কথা শুনিলেই তঁাহার ভয় হইত, যদি আর একটু চাহিয়া ব’সে। নিজের জন্য ও কণামাত্র না। রাখিয়া তিনি সমস্ত তরকারী পুত্রদ্বয়কে পরিবেশন করিয়া দিতেন । নিজে সাহস করিয়া কোন দিন বলিতে পারিতেন না, “আর একটু দেব কি ?” DBBDBK SDBDS DDD BBYS DD SS SLBKKDDD DBBBDDS BkBBDD BBDBK BDB uBDBS gtBttS DDDDSDD 0 DD DBBDBBB DDDSJ তাঙ্গার খুব সুবিধাই হইয়াছিল। পাড়ার একটা “স্বদেশী সমিতি" করিয়া লাঠিখেলা শিখিতেছিল। একটা কুম্ভীর আখড়া ও বসিয়াছিল। সেখানে বহুবিধ ব্যায়াম ও কুস্তী অভ্যাস হইত। পাড়ার যুবকেরা