পাতা:অভিমানিনী.djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

w8 অভিমানিনী গেল। মোক্তার মহাশয় প্রমাদ গণিলেন ; অৰ্দশ্যফুটি স্বরে বলিয়া উঠিলেন, “কি মস্কিল! সামনে চাবুক, পিছনে চাবুক, মাঝখানে ঘোড়া।” প্রবল ঝাঁকিতে তাহার নূতন কোটটি পাঁচ ছয় জায়গায় ফাটিয়া গেল। হস্তে ধৃত টুপিটিও জনতার পেষণে অপরূপ আকার ধারণ কৱিল । গ্রামবাসী এক বৃদ্ধ একটি ছোট ছেলে ও মেয়ে লইয়া তামাসা দেখিতে আসিয়াছিল । কিন্তু সেই ভীষণ জন তার মধ্যে পড়িয়া তাহার তামাসা দেখার সখ বহুপূর্কেই মিটিয়া গিয়াছিল, এখন কেবল ভাবিতেছিল, কিরূপে ছেলে মেয়ে দুইটিকে নিরাপদে ফিরাইয়া লইয়া যাইবে । কিন্তু তাহার। চীৎকার, কাকুতিমিনতিতে কেহই কর্ণপাত করিতেছিল না। সকুলেই নিজের দেখিবার সুবিধার জন্য সচেষ্ট। বৃদ্ধ পিষিয়া যাক বা শিশু পদদলিত হোক, তাতাতে কাহারও কিছু আসে। सभू अ । অনেক ঠেলা ঠেলি করিয়া রোরুদ্যমান বালক ও বালিকাকে লইয়া DBDB BBDBDBDB KEESSDDDDS DDD BuuD S CtBBD DDS BBBD DgguB গাড়ীর সারি । বুদ্ধ ছেলে মেয়ে দুইটিকে লইয়া রাস্তা পার হইবার উদ্দেশ্যে যেমনি রাস্তায় পা দিয়াছে, অমনি “এই ঔ” বলিয়া একজন পাহারাওয়ালা তাঙ্গাকে প্রাৰ লবেগে এক ধাক্কা দিল। বুদ্ধ হুমড়ি gDB gDD sDES SD BBuS uDuDu uBDBt DBDBB DD 动苏司1 এই সময় তীব্রকণ্ঠে পশ্চাৎ হইতে কে বলিয়া উঠিল,-“খবরদার।” পাহারাওয়ালা পিছনে চাহিয়া দেখিল, ধুতি-কামিজপর এক যুবক তাহার দিকে তীব্রদূষ্টিতে চাহিয়া আছে। পাঠারাওয়ালা ফিরিতেই যুবক ভিড় ঠেলিয়া অগ্রসর হইয়া দাড়াইল ও বুদ্ধকে ङ्गग्निम्रं निश्च।। ८छ्रन्न