পাতা:অভিমানিনী.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

W8 অভিমানিনী পড়িয়া যুবক বিপন্ন হইল। জনতার মধ্য দিয়া • গঠিসঞ্চালনে নিজের পথ করিতে গেলে বহু নিরীহ লোক আহত হইত। পূর্বক সহসা হাতের লাঠি ফেলিয়া দিয়া চুপ করিয়া দাড়াইল। তখন b ? পাঁচ জন পাহারাওয়ালা একেবারে সুবকের উপর পড়িয়া তাহাকে দৃঢ়ভাবে ধারণ করিল ও টানিয়া কিছু দূরে লইয়া গেল । সেখান হইতে চারিজন কনেষ্টবল যুবককে ধরিয়া থানায় লইয়া গেল। থানার কর্ম্মচারী খাতা খুলিয়া কনেষ্টবলের অভিযোগ লিখিয়া লইয়া যুবককে জিজ্ঞাসা করিলেন,-“তোমার নাম কি ?” যুবক বলিল, “উমানাথ বসু।” কর্ম্মচারী। বাড়ী কোথা ? যু। জনাই । ক । জামিন দিতে পারবে ? যু। পারব। . আমার ভগ্নীপতি শ্যামবাজারে থাকেন। তার নাম গঙ্গাধর ঘোষ। তঁকে " খবর দিলে তিনি জামিন হতে পারবেন। আমার দাদাও সেখানে থাকেন । ঠিার নারী রঘুনাথ বসু । থানার কর্ম্মচারী ধনাঢ্য গঙ্গাধপু ঘোষের নাম শুনিয়াছিলেন । যুবকের কথায় ঠাঙ্গার ব্যবহারের পরিবার্ত্তন হইল। ‘অপেক্ষাকৃত নরম সুরে বলিলেন,-“আচ্ছা আমি এক জন পাহারাগুয়ালা পাঠিয়ে দিচ্ছি। তুমি বঁসৈা।” r যুবক বসিল । একজন পাহারা ওয়াল গঙ্গাধর বাবুর ঠিকানা বুঝিয়া লইয়া চলিয়া গেল । ঘণ্টাখানেক পরে পাহারাওয়াল ফিরিয়া আসিল। বলিল, “গঙ্গাধর DBD DDBBDSDDB DBBDD gtttg DBD KLDtSDL Bt S যুবক । আমার দাদা ?