পাতা:অভিমানিনী.djvu/৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম পরিচ্ছেদ ዓወr আগ । আমি আপনাকে দেখতে এসেছি। রঘুনাথ শিগগিরই আসবে। 剔 বসু গৃহিণী। আমার দিন ফুরিয়েছে। মরুবার সময় কেবল একটা সাধ হচ্ছে, মালতীকে একবার দেখতে ইচ্ছা করছে । তাঁ বাছাকে কি আর পাঠাবে ? আগন্তুক বলিল, “আমি তাকে খবর দিতে যাচ্ছি। ” এই সময় কবিরাজ মহাশয় বামার মার সঙ্গে আসিয়া পড়িলেন । রোগিণীর অবস্থা দেখিয়া ঔষধের ব্যবস্থা করিতেই বসু-গৃহিণী বলিলেন, “আর কেন ? আমি আর ঔষধ খাব না ।” কবিরাজ আশ্বাসের স্বরে বলিলেন, “সে কি মা ? অমান কথা বলবেন না । এই ঔষধটুকু খেয়ে নিন।” বসুগৃহিণী। আর কেন কষ্ট করছেন। কবরেজ মশাই, আমায় 6यड नि । BDDBB BDDKSDB BDBDD DBD DBDD D DBBBSDBDDD দেখলেন ?” কবি । আজকের দিন কাটে কি না সন্দোক । আগন্তুক বলিল, “তবে আমি চলুম। দেখি যদি মালতীকে আনতে এই বলিয়া আগন্তুক দ্রুতপদে ষ্টেসনের দিকে চলিয়া গেল । কবিরাজ পুনর্বার গৃহমধ্যে গিয়া বসুগৃহিণীকে ঔষধ খাওয়াইবার চেষ্টা করিলেন, কিন্তু তাহার চেষ্টা বিফল হইল। বামার মা রোরুদ্যমান কণ্ঠে অনেক মিনতি করিল। গৃহিণী শুনিলেন না । কবিরাজ চলিয়া গেলেন। যাইবার সময় একটা ঔষধ ঘামার মাকে