পাতা:আইন ১৮২৮.djvu/১১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বাধীন রাজার পক্ষ ৰাৰিপক্ষ মোকদম। ২৪ পরগনার জঙ্গলাহোকর্তৃক ডিগ্রী জারী। 8 उाॉईन । ৩ ধা। এইরূপ যে মোকদম উপস্থিত হইবে অথবা যে মোকদমার জওয়াৰ দিতে হইবে সে মোকদম নানা আদালতে বোর্ড রেৰিনিউ ও বোর্ড কমিসনরের দের হুকুমানুসারে খাজানার কালেকটরসাহেব এবণ সরকারী উকীলের দ্বারা নি বাহ করা যাইবে । এব^ খ্রীযুত গবর্নর জেনরল বাহাদুরের হজুর কৌন্সেলহই তে তদ্বিষয়ের তাবৎ আবশ্যক বেওরা সেইং বোর্ডে দিবেন । ৪ ধ৷ এই আইনানুসারে যে প্রথমত উপস্থিত অথবা আপীলী মোস্পদমায় সর কার এক পক্ষে হন সেই মোকদ্দমার তাবৎ সরকারী ডিক্র্যর মর্ম ই০২রেজি ভাষায় অৰ্জ্জমা করিয়া ঐযুতের হজুরের বোধের কারণ আদালতের সাহেবের সাদাল সময় কীয় সরকারের সেক্রেটারিসাহেবের নিকটে পাঠাইবেন। এবং ঐযুত হস্তুর কো ন্সেলে তদ্বিষয়ে যারা উচিত সোর্ধ করেন তাহাবোর্ড রেলিনিউর উপর আজ্ঞা দিবেন। এব^ যাহার সে মোকদমায় সম্নক থাকে তাহার নিকট সে ডিস্ট্রর চূড়ান্ত সমাচার দিবেন। ১৬ আইন। ং ধা। ১ প্র ৷ কলিকাতার শহরের ছোট আদালতের কমিসনরসাহেবের যা হারদের পরাজয়ে ডিক্র করেন তাহার। যদি চব্বিশ পরগনার এলাকার মধ্যে পলায়ন করিয়া যায় তবে চব্বিশ পরগনার আদালতের জজসাহেব সেই ডিক্রী তা হারদের উপর জারী করিবেন। ং প্র ৷ যদি আসামী ডিক্রন জারী না করণের বিষয়ে এমত কোন কারণ দশায় যে জজসাহেবের জ্ঞানে তদ্বিষয়ে ছোট আদালতের বিবেচনা করা কর্ত্তব্য তবে আসামী ডিক্রী মানিবার জামিন দিলে চব্বিশ পরগনার জজসাহেব ঐ পূর্ব্বোক্ত কমিসনর সাহেবেরদের নিকট দরখাস্ত দিবার উপযুক্ত মিয়াদ আসামীকে দিবেন। সে মি য়াদ গত হইলে যদি সে আদালতহইতে ডিক্রী স্থকিত রাথিবীর এক স্বাক্ষরীকৃত হুকুম আসামী আনিতে না পারে তবে জজসাহেব তৎক্ষণাৎ ঐ পূর্ব্ব ডিক্র জারী করিবেন। ৩ প্র৷ ছোট আদালতের কমিনের সাহেবলোকেরা যে আসামীকে কয়েদ রাথিয়। পরে ১৮০৫ সালের ১১ ফিত্র আরি তারিখের সরকারের হুকুমানুসারে ফরিয়াদীর থোরাকী না দেওয়া বাৰতে থালাস করিয়াছেন সে আসামী পুনর্ব্বার [101] by:ృషి