পাতা:আইন ১৮২৮.djvu/১১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

yృషి নীলের কবুলিয়ৎ । কাগজপত্রের রেজিষ্টরী করণবিষয় । ১৬ আইন। সেই ডিক্রী জারীবিষয়ে কয়েদ হইৰে না কিন্তু তাহ হইলে কেবল তাহার সমুত্তির উপর ডিজী জারী হইতে পারে। ২০ আইন ৷ ং ধ1॥১ প্ল ॥ ১৭১৩ সালের ৩৬ আইনের ৩ ধারণ এব^ তদনুসারে ১৮০৩ সালের ১৭ আইনে নিদর্শনী কাগজপত্র রেজিষ্টরী করাতে রেজিষ্টরসাহেব যে২ রীতানুসারে . চলিবেন তাহা । ২ প্র। ঐ পূর্ব্বোক্ত ধারানুসারে কাগজাদি য়েজিষ্টরী হইলে আসল গগজ রে জিষ্টরসাহেব দস্তথৎপ্রভৃতি করিয়া ফরিয়াদী বা আসামীকে ফিরিয়া ন। ৩ প্র ॥ যে দিনে দস্তথং হইবে সে দিনেতে অবিলম্বে রেজিষ্টরী বহীতে তাহ। তোলা যাইবে । ৪ প্র ॥ যে কাগজাদি এরূপ রেজিষ্টরী করা যায় তাহা দশন করিতে রেজিষ্টর সাহেব নিত্য অনুমতি দিবেন। ৫ পু ॥ যে কাগজাদি রেজিষ্টরী হয় তাহার নকল যাচকেরদিগকে দেওয়া যাই বে এবপ২ সে কাগজাদির আসল থোয় গেলে সেই নকল সাক্ষির স্বরূপ প্রমাণ হই ৰে কিন্তু পূর্ব্বে প্রমাণ দিতে হইবেক যে আসল কাগজে রেজিষ্টরী হইয়াছিল । ৩ ধন ॥ ১ প্র ॥ এতদেশীয় আগবা ইউৰোপীয় নীল করের নীল গাছ দাখিল করি রার বিষয়ে যে কবুলিয়ত লেখা যায় তাহা রেজিষ্টরী করা যাইতে পারে। ং প্র ৷ সে কন্নুলিয়তের নিমিত্তে এক স্বতন্ত্র বহী করা যাইবে । ৩ প্র। সে প্রকার কবুলিয়ত রেজিস্টরী করিলেও হয় না করিলেও হয় কিন্তু ১৮ ১৩ সালের ১ জানুআরির পর যদি কোন এক বন্ধ ভূমিবিষয়ে দুইথান কবুলিয়তের নালিশ হয় এব^তাহার একথানেতে রেজিষ্টরী হইয়া থাকে ও একথান রেজিস্টরী না হইয়া থাকে তবে যে কবুলিয়তে রেজিষ্টরী হইয়া থাকে তাহ প্রথম নিম্পত্তি হইবেক । .8 o এরূপ কবুলিয়তের রেজিস্টরাবিষয়ের বিধি । 102]