পাতা:আইন ১৮২৮.djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাগজপত্রের রেজিষ্টরী করণবিষয় । ২০ আইন। ৫ প্র৷ কবুলিয়তের আসল কাগজ স্বাক্ষরীকৃত হইয়া ফিরিয়া দেওয়া যাইৰে। ৬ প্র॥ যে কবুলিয়তের উপর এরূপ রেজিষ্টরসাহবের দস্তথৎ থাকিবেক তাহার রেজিষ্টরীর প্রমাণ সেই স্বাক্ষরেতে বোধ হইষে । ৭ প্র রেজিষ্টরসাহেব যে ব্যক্তি রেজিষ্টরী বহী দেখিতে চাহে তাহাকে দেখি . তে অনুমতি দিবেন। ৮ প্র। রেজিষ্টরসাহেব যে ব্যক্তি কবুলিয়তের সহিত স্বল্পর্ক রাথে তাহাকে তা হার নকল দিতে পারেন এব^ যদি তাহার আসল কাগজ খোয়া যায় তবে ঐ নকল প্রামাণ হইবেক । ৪ ধ৷ কাগজাদি রেজিষ্টরী করাইবার নিমিত্তে অথবা তাহার নকল দিতে রে জিক্টরসাহেব যে রসুম লইতে পারেন তাহ। সে রসুমে তিনি আপনার আমালা রদের খরচ চালাবেন । ৫ ধী | ১ প্র ॥ ১৮১৩ সালের ১ জানুআরির পর রেজিষ্টরসাহেব সকল স্থত ও টিপ ও নোট রেজিষ্টর করিতে পারেন যদি সেই থতপ্রভৃতি স্বয" বা মোক্তার কার দ্বারা স্বাক্ষরকারি ব্যক্তি রেজিষ্টরী করিতে দরখাস্ত দেয়। ং প্র॥ উপরে লিখিত রেজিস্টরীর নিমিত্তে স্বতন্ত্র রেজিষ্টরী বহী করা যাইৰে । ৩ প্র ॥ ৩ । ৪ ধারার ৪ ৫ ৬ ৭ ৮ প্রকরণে যে হুকুম আছে তাহ1থতপ্রন্থ তির রেজিষ্টরীর উপরে থাটিবে। ও ধ্যা ১ প্র ॥ ১৭১৩ সালের ৩৬ আইনে ৮ ধারণ ও ১৮০৩ সালের ১৭ আইনের যে ভাগে এই হুকুম আছে যে রেজিষ্টরি বহির প্রত্যেক ফর্দেতে জিলা ও শহরের জজসাহেব সহী করিবেন তাহ রদ হইল । ২ প্র যে নকল রেজিস্টরী নিদর্শন প্রত্রের হীতে রাথিতে হয় সেই নকলের পৃষ্ঠে লেখা দস্তথং পুনৰ্বার জজসাহেবকর্তৃক স্বাক্ষরীকৃত হইবে। ৩ প্র ৷ কাগজপত্র রেজিষ্টরীর কর্ম্মেতে যদি নির্ধারিত আইনের কোন ব্যতিক্রম বা ভুল বা গাফিল হয় তবে জজসাহেব তষিয়ে আদালতসমূহীয় সরকারের সে ক্রেটারির নিকট রিপোট দিবেন। [103] Sty): নোট তপ্রভৃতি । জজসাহেব কাগজপ ত্রের নকলে সহী করিবেন এবং কোন তুটি হইলে তাহার রিপোট হজুরে দিবেন।