পাতা:আইন ১৮২৮.djvu/১৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sty8 আদালতের উকিল । ২৭ আইন। ১১ ধ" ॥ জিলা ও শহরের আদালতের উকীলেরা মফঃসল আপীল আদালতের অনুমতিপ্রাপ্তির পূর্বে সল্পগু হইতে পারে কিন্তু তাহার রিপোর্ট তৎক্ষণাৎ মফসল আপীল আদালতে পাঠান যাইবে । ১২ ধ। ॥ ১ প্র ৷ দেওয়ানী আদালতের উকীলের আইনের অতিক্রমে বা কোন প্রকার চাতুরীতে আপনারদের মওক্কেলের ক্ষতি করিলে সে মওক্কেল তাহারদের নামে দেওয়ানী আদালতে নালিশ করিতে পারে। ২ পু ৷ ফরিয়াদী বা আসামী আপনারদের মোকদ্দমার কালে সে মোকদমার ভার এক উকীলহইতে লইয়। অন্য উকীলকে দিতে পারে যে উকীল এমতে পরি বৃত্ত হয় তাহার সেই মোকদমার মেহনতআনার উচিত ভাগ জজসা: ৰ তাহাকে দেওয়াইতে পারেন । ১৩ ধা। যে উকীলের পীড়াপ্রযুক্ত অথবা অন্য কোন প্রতিবন্ধকপ্রযুক্ত আদাল তে হাজির হইতে না পারে তাহার লিশেষ সম্বাদ লিথিয়া আদালতে দাখিল করি বে। যদি তাহার অবত্তমানে মোকদ্দমার ভার আদালতের অন্য কোন উকীলের উপর অপিত হয় তবে নূতন ওকালৎনামার প্রয়োজন নাই কিন্তু প্রাচীন ওকালৎ নামার পৃষ্ঠে তাহ সহী করিলে হয়। ঐ রূপ মোকদ্দমার ডিক্র হইলে f fর্দষ্ট রসুম উভয় উকীলের মধ্যে যে অংশ আদালতের সাহেবেরদের উচিত । হয় সেইরূপে ভাগ হইবে । ১৪ ধণ ॥ ১ প্ল ॥ যে উকীলের কোন কারণ না দশাইয়া আদালতে শরহাজির হয় তাহারদের প্রথম ও দ্বিতীয় দোষে জরিমান হইতে পারে ও তৃতীয় দোষে তাহারা তগীর হইতে পারে। ং প্র ॥ আদালতের বৈঠকসময়ে আদালতের অবজ্ঞা করিলে এক শত টাক। পর্যন্ত তাহারদের জরিমান হইতে পারে । ১৫ ধণ ॥ ১ প্র ৷ সদর আমীনেরা আপনারদের কাছারীর উকীলের যে জরিম! না করিবে তাহার রিপোট জিলা ও শহরের আদালতের জজসাহেবেরদের নিকট পাঠাইবে এব^জজসাহেব তাহ মণ্ডুর অথবা নাম যুদ্ধ করবেন। ং প্র ৷ জিলা ও শহরের আদালতের জজ কিম্বা রেজিষ্টরসাহেবের উকীলের ৰি 1150)