পাতা:আইন ১৮২৮.djvu/১৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গুপ্ত ধন ৷ ৫ আইন। ৪ ধণ। জিলা ও শহরের জজসাহেবেরদের এই বিষয়ে যাহা কর্ত্তব্য তাহা তদ্ধি ষয়ে এস্তেল দিতে হইবে এবং দাওয়াদারেরদের দাওয়ার প্রস্তাব করণার্থে উপযুক্ত মিয়াদ নিরূপিত হইবে । ৫ ধা। যদি এমত বোধ হয় যে সে ধনের উপর সরকারী কিছু দাওয়া আছে তৰে মালগুজারীর কালেকটরসাহেবের সে দাওয়া প্রস্তাব করবেন। তদ্বিষয়ে জি লা ও শহরের আদালতের জজসাহেবের সরাসী বিচার উপস্থিত করিবেন জজ সাহেব তদ্বিষয়ে যেরূপে ডিক্র করিবেন তাহা । ৬ ধা। যাহা হইলে সেই গুপ্ত ধনের উপর সরকারের কিম্ব’ অন্য কোন ব্যক্তির কিছু দাওয়া না থাকে তাহা । যদি সে গুপ্ত ধন লক্ষ টাকার উদ্ধ না হয় তবে জজসা হেৰ যেরূপে ডিক্রী করিবেন তাহা । ৭ ধা। গুপ্তধন লক্ষ টাকার উন্ধু হইলে জজসাহেব যেরূপে ডিক্র করিবেন তাহা । ৮ ধা। যে লোকেরা গুপ্ত ধন পাইয় এক মাসের মধ্যে তাহার উপযুক্ত এত্তেলা না করে তাহার। সেই ধন কিন্তু ক্ষতিপূরণের অধিকারেতে রহিত হইলে । f ১ ধা। জিলা ও শহরের আদালতের জজসাহেবেরদের এ বিষয়ের সরাসরী ডিত্রীর সরাসরী আপীল মফঃসল আপীল আদালতে হইতে পারে। ১০ ধা। মফঃসল আপীল আদালতের দুই বা ততোধিক জজসাহেবের এ ৰিষ য়ের ডিক্রী চূড়ান্ত কিন্তু কোনং স্থলে সদর দেওয়ানী আদালতে তাহার সরাসরী অ’ পীল হইতে পারে । ৮ আইন | ং ধা। ১৮১৪ সালের ১৭ আইনে যে কমিসানরসাহেব লোকের নিযুক্ত হন তী হারদের উপর শ্রীযুত গবর্নন্থ জেনরল বাহাদুর হজ্বর কৌন্সেলে নিজে কর্তৃত্ব করি ৰেন কিমৃ ঐ আইনের ৭ । ১৩ । ১৪ ধ রাক্রমে কর্তৃত্ব করা যাইৰে তাহা স্থির করিবেন । ৩ ধ! I যখন কমিসানরসাহেব লোকেরদের প্রতি এই হুকুম হইৰে যে তাহারা | 167]