পাতা:আইন ১৮২৮.djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেওয়ানী আদালতে মোকদ্দমার বিচার ও নিম্পত্তি। ৪ আইন। দালতে দাখিল করিবে ও তাহার পৃষ্ঠে তাহ জারী হইবার তাবৎ বেওরা লিথিৰে। আসামী হাজির হইলে জজসাহেব আপন বিবেচনানুসারে জওয়াব দিবার এক দিন নিরূপণ করিবেন। তাহার পর যে দিনে আদালতের বৈঠক হয় সে দিনে ফরিয়াদী দরজওয়াৰ দিবে। সে দরজওয়াবে যাহ থাকিবে। রদজওয়াব সেই দিবসে দাখিল হইবেক । সে রদজবালে যাহা লিখা উচিত। তৎপরে সে মোকদ্দমায় আন কোন আজি গ্রাহ্য হইবে না। কিন্তু যদি আসামী অথবা ফরিয়াদী ভুলক্রমে কিম্ব অপর হেতুতে আবশ্যক কোন বিষয় ছাড়িয়া থাকে তবে জজসাহেব সে বিষয়ের দ্বিতীয় দরখাস্তু * দিতে অনুমতি করিতে পারেন । সে দ্বিতীয় দরগাস্তের কেবল এক জওয়াব ও দরজওয়াব ও রদজওয়াব হইতে পারে । আসামী রদজওয়াবের নিদ্ধারিত দিবসে তাহা দাখিল না করিলে রেজিষ্টর সাহেল *তাহার বদলে রদজওয়াৰ আপনি দিবেন। ৬ধা । রদজওয়ার দাখিল করিবার পর জজসাহেব যত শীঘুপারেন মোকদমার নিচার করিতে বসিবেন কিন্তু এ বিচারের আট দিন " পূর্ব্বে উভয়কে তাহার সম্বাদ BBB BBBS BBBBBBB BBBBBBB BBBB BBBB BBS BBBBS BBB হাজির না হইলে বা হাজির হইয়া সাক্ষ্য দিতে অসম্মত হইলে যদ্যপি আদালতে এমত প্রমাণ দেওয়া যায় যে তাহারদের সাক্ষ্য ন হইলে নয় তবে তাহারদিগকে ধরিবার কারণ দস্তুক পাঠান যাইবে ও জজসাহেব তাহারদের স্থানে পাঁচ শত ট। কার অধিক না হয় এমত জরিমান ইলতে পরিবেন ও যে পর্যন্ত তাহার সাক্ষ্য দিতে অথবা আপনারীদের জবানসন্দীতে স্বাক্ষর করিতে স্বীকার না করে তাবৎ তা হারদিগকে কয়েদ রাথিতে পারিবেন। যে ব্যক্তি সাক্ষিকে তলব করায় তাহার স্থা নে সাক্ষির খরচ দেওয়াইতে জজসাহেবের ক্ষমতা আছে। যে ব্যক্তি সাক্ষিয় খরচ না দেয় সে মোকদ্দমায় সে সাক্ষির উপকার হৃত হইবে এবণ২ ডিক্রীজারী হইলে যে পর্যন্ত তাহার খরচ না দেয় সেপর্য্যন্ত কয়েদ থাকিলে । সাক্ষিরদিগকে শপথ করাই তে হইবে। বিষয়বিশেষে শপথের পরিবর্ত্তে সুকৃতিনামালওয়া যাইবেক সুকৃতিন মার পাঠ। সাক্ষরদের জবানন্দীৰ লেখা যাইবে এবং সাক্ষিকর্তৃক স্বাক্ষরীকৃত হই ৰে। একরার নাম ও জবানবন্দী মোকদ্দমার সময় স্লষ্টরূপে আদালতে দাখিল হই ৰে । যদি তদ্বিষয়ে কোন বিবাদ উপস্থিত হয় তবে তাহা যেরূপে নিম্পত্তি হইবে। একরারনামাতে নম্বর বিলি থাকিৰে । যে মান্য স্ত্রীলোককে হাজিরকরাণ অনুচিত তাহার জবানবন্দী লিখিত জিজ্ঞাসানুসারে কমিসনরদ্বারা লওয়া যাইবে । আদান তের কাছারৗহইতে পঞ্চাশ ক্রোশ দূরে ও আদালতের এলাকার বাহিরে যে সকল সাক্ষিয়দের বাস তাহারদের সাক্ষ্য যেরূপে লওয যাইবেক । এতদ্রুপ সাক্ষিরদের হাজিরহওয়া অবশ্যকর্ত্তব্য হইলে যে পুকারে তাহারদিগকে হাজির করা যাইবেক । জজসাহেব কোন একরারনামা অথবা জবানবন্দী অণুহো করিলে যাহা কর্ত্তব্য। {5} గిఫెని २४०७ ॥ १ जा॥ ९ ধারা দেখ } শুিধর । ১৮১৪ ॥ ২৬ আী ॥ ৬ ধারা দেখ] সাক্ষিত্রদের হাজির । [*ौrs8 ॥ २७ ऽ1 ১২ ধারণ দেখ } উকীলের খরচ | একরার নাম । মান্য স্ত্রীরদের সাক্ষ্য বা দূরনিবাসির সাক্ষ্য।