পাতা:আইন ১৮২৮.djvu/৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চন্দননগর ও চুচড়ার আদালতে হওয়া মোকদমার আপীল । >b の & ১ আইন। কে কিছু জিজ্ঞাসার আবশ্যকতা থাকে অথবা কোন নুতন সওয়াল জবাব অথবা দর থাস্তুের আবশ্যকতা হয় তবে তাহ যে রীতিতে নিম্পন্ন হইবে তাহা । ং প্র ৷ চুচড়া ও চন্দননগরের জজসাহেলকর্তৃক ডিক্রহওয়া অথবা আদালতে বর্ত্তমান কোন মোকদমার বিষয়ে উভয় বিবাদী অথবা নিযুক্ত উকীলের দ্বারা অথ বা সরকারের হুকুমানুসারে সদর দেওয়ানী আদালেতর সাহেবের দরখাস্তু লইতে • পারেন এব^ তদ্বিষয়ে হকুম দিতে পারেন । - ৬ ধা। যে কোন আপীল করা মোকদমা পূর্বে উপযুক্তরূপে তদারক হয় নাই তাহ পুনর্বিবেচনা ও পুনর্ব্বার ডিক্রী করিবার নিমিত্তে সদর দেওয়ানী আদালতের সাহেবের ফিরিয়া পাঠাইতে পারেন অথবা তদ্বিষয়ে পুনর্ব্বার অধিক সাক্ষ্য লইয়: তাহা সদর দেওনী আদালতে প্রেরণ করিবার হুকুম দিতে পারেন। ৭ ধ। সদর দেওয়ানী আদালাতের সাহেবেরদের তাবৎ আজ্ঞা মোকদম বুঝি য়। আদালতের জজসাহেবের গুতি প্রেরণ করা যাইবেক এবণ২ জজসাহেৰ তাহ। নিৰ্বাহ করিয়া উপযুক্ত ফেরতনাম দিবেন। ৮ ধ। । চন্দননগর ও চুচড়ার আদালতে যে সকল ব্যবস্থা ও ব্যবহারানুসারে ডিক্রী হয় সেইং আইনসম্বন্ধীয় সকল আপীলের ডিক্রী সদর দেওয়ানী আদালতের সাহেবেরা সেই ব্যবস্থা ও ব্যবহারের সঙ্গে ঐক্য রাথিবেন। যে কোন বিশেষ ব্যব স্থ আখৰা বিশেষ ব্যবহারের দৃষ্টিতে মোকদ্দমার প্রথম ডিক্র হয় তাহ যদি সেই ডিক্রীতে স্লষ্ট করিয়া ব্যাখ্যা না করা যায় তবে সদর দেওয়ানী আদালতে সেই মে। কদমার রোয়দাদ দিলে সে রোয়দাদের সঙ্গে স্লষ্টরূপে লিথিতে হইবেক এবণ২ সদর দেওয়ানী আদালতের সাহেবর তত্তৎস্থানসম্বকীয় কোন ব্যবহারের প্রমাণ তলব করিতে পারেন । ১ ধা। ইপ-গ্রণ্ডীয়েরদের রাজ্যে দেওয়ানী মোকদ্দমায় যে সকল আইন চলিতে ছে তাহার সঙ্গে ঐক্য না থাকিলে সে সকল আইন এই আইনে নিদ্ধারিত আাপীলে থাটিবে না কিন্তু আইনসমূহের মর্ম সদর দেওয়ানী আদালতের পরাক্রম ও ক্ষম তার উপরে থাটিৰে । ১০ ধা৷ সদর দেওয়ানী আদালতের সাহেবের চন্দননগর ও চুচড়ার আদালতের কর্ম্ম চালানের বিধি প্রস্তুত করিতে পারেন এৰণ ঐ বিধানুসারে কর্ম্ম সিদ্ধি করিতে ঐ আদালতের সাহেবদিগকে হুকুম দিতে পারেন। 74]