পাতা:আকাশ-প্রদীপ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২২

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
আকাশ-প্রদীপ

 প্রহরে প্রহরে দূত ফিরে ফিরে
 আমারে ফেলিত ঘিরে।
 জনপূর্ণ জীবনের যে আবেগ পৃথ্বী নাট্যশালে
 তালে ও বেতালে
 করিত চরণ পাত,
 কভু অকস্মাৎ
 কভু মৃদুবেগে ধীরে,
 ধ্বনিরূপে মোর শিরে
 স্পর্শ দিয়ে চেতনারে জাগাইত ধোঁয়ালি চিন্তায়,
 নিয়ে যেত সৃষ্টির আদিম ভূমিকায়।


 চোখে-দেখা এ বিশ্বের গভীর সুদূরে
 রূপের অদৃশ্য অন্তঃপুরে
 ছন্দের মন্দিরে বসি’ রেখা-জাদুকর কাল
 আকাশে আকাশে নিত্য প্রসারে বস্তুর ইন্দ্রজাল।
 যুক্তি নয়, বুদ্ধি নয়
 শুধু যেথা কত কী যে হয়,
 কেন হয় কিসে হয় সে প্রশ্নের কোনো
 নাহি মেলে উত্তর কখনো।
 যেথা আদি পিতামহী পড়ে বিশ্ব-পাঁচালির ছড়া
 ইঙ্গিতের অনুপ্রাসে গড়া,

১১