পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আচার্য প্রফুল্লচজ জাতীয় নাট্যশালাও অন্তহিত হইয়াছে। সাত শত বর্ষের পরাধীনতায় আমাদের অন্তর্নিহিত আনন্দধারা বিশুষ্ক হইয়া গিয়াছে। নাট্যশালা জাতীয় আনন্দ ও সজীবতার নিদর্শন । ইংরাজরা এদেশে আধিপত্য বিস্তার করিবার পর হইতে তাহাদের আদর্শে পুনরায় এদেশে নাট্যশালা স্থাপিত ও নাটক রচনার সূত্রপাত হইয়াছে।”* • মাসিক বন্ধমতী, চৈত্র, ১৩৩১, পৃঃ ৮১৪ । GDR