পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র.djvu/১০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আচার্য্য প্রফুল্লচন্দ্র দুর্ভিক্ষের প্রকোপ কি ভীষণ । সেখানে শত শত নরনারী অন্নাভাবে মৃত্যুমুখে পতিত হচ্ছে। এই শোচনীয় সংবাদ শুনে আচার্য্য প্রফুল্লচন্দ্রের করুণ হৃদয় বিচলিত হল। আগেই বলা হয়েছে যে খুলনা জেলায় তঁর জন্মস্থান। যখন প্রতিদিনই আচার্য্য খবর পেতে লাগলেন যে অনেক শিশু, অনেক নরনারী খাদ্যের অভাবে কালগ্রাসে পতিত হচ্ছে, তখন তিনি আর স্থির থাকতে পারলেন না। খুলনা জেলার দুর্ভিক্ষ-পীড়িত লোকদের সাহায্য করবার জন্যে আচার্য্য রায় অগ্রসর হলেন। তিনি সারা বাংলা, তথা সারা ভারতকে আহবান করলেন এই দুর্ভিক্ষে সাহায্য করবার জন্য । এ কাজে তার প্রিয় ছাত্রসামাজ অগ্রসর হয়ে এল, তিনি ও বাংলার ছাত্রসমাজ দিবারাত্র পরিশ্রম করতে লাগলেন দুর্ভিক্ষ দূর করবার জন্য। যখন সরকার দুর্ভিক্ষের সময় নিশ্চেষ্ট ভাবে দাড়িয়ে রইলেন, কোন ভাবেই সাহায্য করলেন না, তখনই আচর্য্য প্রফুল্লচন্দ্র দেশের লোকের কাছ থেকে তিন লক্ষ টাকা সংগ্রহ করলেন লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করে । আচার্য্য রায়ের দানশীলতার কথা বাংলা দেশের সবাই জানে, তাই দেশবাসী বিশ্বাস করে তার হাতে তিন লক্ষ টাকা তুলে দিতে পেরেছিল। ५३ ब्रकtभ अiफ्रांरी ब्रां ऊँॉन सूक्ष्श कालचन्द्र शीघ्र ሕዓ