পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র.djvu/১২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আচার্য্য প্রফুল্লচন্দ্র মেম্বার করিয়া দিয়াছেন। আমি বারাণসী হিন্দুবিশ্ববিদ্যালয়ের একজন অবৈতনিক অধ্যাপক। এইরূপে আমি অনেকগুলি গোলামখানার সহিত সংশ্লিষ্ট রহিয়াছি। “আমি গোলামখানার সহিত সম্পর্কিত হইলেও মুসলমানগণ আমাকে আলিগড় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাধি বিতরণ উপলক্ষে ডাকিয়া পাঠাইলেন । হাকিম আজমল খাঁ প্রথমে ঐজন্য আমাকে তার করেন। আমি জানাইলাম, আমার কাজ অনেক, এখন যাওয়া সম্ভব নহে। তখন BDBDD DBBBBD BgS BDDD DBDDB BDD DB বিশেষ অনুরোধ করিয়া পাঠাইলেন। তঁহাদের অনুরোধ উপেক্ষা করিতে পারিলাম না । কয়দিন পরেই সেই আমিই আবার সবরমতী গুজরাট বিদ্যাপীঠে-যেখানে মহাত্মার আশ্রম-তাহার ভিত্তিসংস্থাপনের জন্য আহূত হই।” (বঙ্গবাণী, ফাঞ্ছন, ১৩৩০ ) এছাড়া তিনি আমেদাবাদ বিদ্যাপীঠের গৃহস্থাপনা উপলক্ষেও নিমন্ত্রিত হয়ে যান। সেখানেও তিনি জাতীয় শিক্ষাপ্রচারের কথা বলেন । ” উৎকল প্রাদেশিক কনফারেন্স যদিও আচার্য্য রায় প্রধানতঃ বৈজ্ঞানিক বলেই পরিচিত সাধারণের কাছে, তবু তঁর কার্য্যের পরিধি এতদূর এখন SSN)