পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র.djvu/১২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আচার্য্য প্রফুল্লচন্দ্র fa | TICS Chemical Service fồTS TECT” ভারতবাসীরা তাতে কাজ পান, সেজন্য আচার্য্য রায় কমিটীকে বলেন । রাসায়নিক গবেষণার সুবিধার জন্য ১৯২৪ সালে আচার্য্য রায়ের ছাত্রগণ ভারতীয় রাসায়নিক সমিতি ( Indian Chemical Society ) "gota Liga এক বৎসরের মধ্যেই এই সমিতি অনেকটা উন্নতির পথে অগ্রসর হয়েছে। গবেষণাপূর্ণ প্রবন্ধ মুদ্রণের জন্য সমিতি একটি পত্রিকা প্রকাশের মনস্থ করেছেন । ১৯২৫ সালে আচার্য্য রায় এই সমিতির বার্ষিক সভায় সভাপতিরূপে বৃত হন। সভাপতিরূপে তিনি অক্সিজেন আবিষ্কার সম্বন্ধে আলোচনা করেন। তিনি বলেন-ইংলণ্ড, ফ্রান্স ও ডেনমার্ক এই আবিষ্কারের দাবী করেন । এ-সম্বন্ধে কেবল ভারতবর্ষই নিরপেক্ষভাবে বিচার করে বলতে পারে যে ফ্রান্সই প্রকৃত অক্সিজেনের আবিষ্কারক। দেশবন্ধুর মৃত্যু যখন আচার্য্য রায় মহাত্মা গান্ধীর সঙ্গে খুলনা জেলা পরিভ্রমণ করছিলেন তখন অকস্মাৎ খবর আসে যে, দেশবন্ধু চিত্তরঞ্জনের মৃত্যু হয়েছে। সমগ্র বাঙালী জাতির SSS