পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আচার্য্য প্রফুল্লচন্দ্র যখন তিনি দু’ হাতে পয়সা রোজগার করতে আরম্ভ করলেন, তখন নিজের ভিটায় সেই পুরাণ স্কুলটিতে নতুন প্রাণ-প্রতিষ্ঠা করেন। তখন হ’তে সেটি তঁরই পিতৃদেবের নামে পরিচিত, আর ডাক্তার রায় নিজে সেই স্কুলটির সব ব্যয়ভার বহন করে পিতার কীর্ত্তি বজায় রেখে আসছেন। আর একটি সুবিধা প্রফুল্লচন্দ্র পেয়েছিলেন। সেই গ্রামেই র্তার পিতার একটি সুন্দর লাইব্রেরী ছিল। প্রফুল্লচন্দ্র ছোট বয়সেই সেই লাইব্রেরীর সব বই পড়ে শেষ করেছিলেন। শৈশব থেকে তিনি যে পড়বার অভ্যাস পেয়েছেন, সে অভ্যাস। তঁার এখনও আছে। আগেই বলেছি, তঁর পিতা হরিশ্চন্দ্র ভঁর শিক্ষার ভার নিজের ওপর নিয়েছিলেন । যখন গ্রামের পাঠ শেষ হােলো, তিনি তঁকে কলিকাতায় এনে হেয়ার স্কুলে ভর্ত্তি করে দেন। তিনি বলেছেন :-“১৮৭০ খৃষ্টাব্দে যখন আমি হেয়ার স্কুলে পড়ি, তখন কেশব সেন বিলাত গিয়েছেন, দেশের শিক্ষিত মহলে তখন একেশ্বরবাদ আলোচনা চলছে।” এই একেশ্বরবাদ আলোচনায় তিনি নিজেও আকৃষ্ট হয়ে পড়েন, তার ফলে তিনি ব্রাহ্মধর্ম্মের দিকে ঝুকে Y q