পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র.djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অ্যাচার্য্য প্রফুল্লচন্দ্র করবার জন্যে চিরদিনই ব্যস্ত। আর সেই জন্যই তিনি আজ বাংলার গৌরব, ভারতের গৌরব। গোড়া থেকেই প্রফুল্লচন্দ্রের ঝোঁক ছিল-ইতিহাসের ওপর। তিনি ইতিহাস পড়তে প্রথম থেকে বড়ই ভালবাসেন । তিনি তাই মাঝে মাঝে বলেন-“I am a chemist by mistake” Defe totifs ভুল করে রাসায়নিক হয়েছি। তিনি ছাত্রজীবনের বেশীর ভাগ সাহিত্য পড়েই কাটাতেন, কিন্তু শেষটা ভাবলেন-“আমি বিদ্যার সমুদ্রের শেষ সীমায় যাচ্ছি, আর আমি বিজ্ঞান সম্বন্ধে কিছু জানিব না ?” সেই যে তঁর বিজ্ঞান জানিবার জন্যে ঝোঁক হােলো, তার ফলে আজ তিনি একজন শ্রেষ্ঠ বৈজ্ঞানিক । তাই বলে তিনি একজন কম ঐতিহাসিকও নন, তঁর শ্রেষ্ঠ -“History of the Hindu Chemistry”- তঁাকে ঐতিহাসিক বলে” সাহিত্য-জগতে চিরস্মরণীয় করে” ब्रांश व । YA