পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র.djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায় প্রথম বিলাতযাত্রা তখনকার সময়ে “কালাপানি’ পার হতে অনেকেই সাহস না করলেও, প্রফুল্লচন্দ্রের সে সৎসাহসের অভাব ছিল না। এমন কি তঁর পিতৃদেবও স্থির করে” রেখেছিলেন যে, এখানকার পড়া শেষ হ’লে পুত্রকে ইংলণ্ড সুশিক্ষার জন্যে পাঠাবেন-ত সমাজ যতই আপত্তি BDBD D BDSS BBBDB BBBD DTuD DDDD DDD জানি না, কিন্তু আর্থিক দিক থেকেই তীব্র আপত্তি এল। তঁর পিতার সম্পত্তি তখন অনেক নষ্ট হয়ে গেছে। বিশেষতঃ দানে তিনি সদা মুক্তহস্ত ছিলেন। নানা দাতব্য কাজে, স্কুল পরিচালনায় ও মেয়েদের শিক্ষার জন্য তিনি অনেক টাকা খরচ করতেন। তাই প্রফুল্লচন্দ্রের বিলাত যাবার যতই প্রবল ইচ্ছা থাকুক না কেন, অর্থের অভাবে বিলাত যাওয়া ঘটুল না। এত বাধা, এত বিপদ সত্ত্বেও প্রফুল্লচন্দ্র পশ্চাৎপদ হবার পাত্র নন। তাঁর প্রতিজ্ঞা আচল, আটল-বিলাত যে কোন উপায়েই হোক যেতে হবে। তখন তিনি অনেক Iš šKIF IFG” Gilchrist Scholarship FIRE રે છે