পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আচার্য প্রফুল্লচন্দ্র লাগল-তঁার সহকারীদের মধ্য থেকে অনেক নামজাদা বৈজ্ঞানিক বেরিয়ে পড়ল। এই বৈজ্ঞানিকমণ্ডলী পৃথিবীতে “The School of Bengali Chemists” < 3rts রাসায়নিক-মণ্ডলী নামে পরিচিত । আর এই মণ্ডলীর স্থাপয়িতা ডাক্তার প্রফুল্লচন্দ্র রায় । তঁর ছাত্রদের মধ্যে অনেকেই প্রেমচাঁদ রায়চাদ উপাধিধারী, আবার অনেকে ডাক্তার উপাধি পেয়েছেন। যেমন ডাক্তার পঞ্চানন নিয়োগী, ডাক্তার রসিকলাল দত্ত, ডাক্তার নীলরতন ধর, ডাক্তার জ্ঞানচন্দ্র ঘোষ প্রভৃতি। সেই জন্যে অনেকে ডাক্তার sis ( Father of many Ph. D's and Premchand Roychand Students 3G etc.3.r. ডাক্তার রায়ের কখনও বিশ্ববিদ্যালয়ের ছাপের উপর আস্থা নেই। তাই তিনি এমন ছাত্রকেও গবেষণার জন্যে নেন। যে বিশ্ববিদ্যালয়ের ছাপ পায় নি। অথচ কোন একটি বিষয়ে খুব পারদর্শী। তঁার এই রকম একজন ছাত্র ছিলেন-তাঁর নাম শ্রীযুক্ত রক্ষিত, তিনি বি,এস,সি পরীক্ষায় ফেল হন। কিন্তু তা হ’লে কি হবে-ডাক্তার রায় পাকা জহুরী কি না, তাই তিনি রত্ন ঠিক চিনে ফেল্পেন। যখন তিনি দেখলেন যে, শ্রীযুক্ত রক্ষিতের গবেষণার প্রবৃত্তি আছে, তখন তিনি তঁাকে নিয়ে গবেষণা আরম্ভ করলেন। তাই ডাক্তার রায় SN