পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আচার্য্য প্রফুল্লচন্দ্র না । ডাক্তার রায় নিজেই বলেছেন :-“তখন সারাদিন আমাদের হাড়ভাঙ্গা পরিশ্রম করতে হত, নিজেদের সুখ ও স্বাস্থ্যের দিকে একটুও নজর দেবার অবকাশ থাকত না। আর আমাদের সময় কারও কাছ থেকে কোনরকম উৎসাহ পাবার সুবিধা ছিল না-বিজ্ঞানের গবেষণার জন্যে কেউ কখনও উৎসাহ দিত না । এখন অনেক পরিবর্তন ঘটেছে-এ-বছর আমাদেরই কারখানার একজন বৈজ্ঞানিক এক লাখ টাকা কেবল রয়েলটা হিসাবে পেয়েছেন। তিনি acter Giriris arti ta ( Fire Extinguisher) নতুনভাবে তৈরি করেছেন, এই Fire King গবর্ণমেণ্ট বেশী পরিমাণে নেওয়াতে আমরা তঁাকে এক লাখ টাকা পুরস্কার দিয়ে তঁর প্রতিভার উপযুক্ত সম্মান রাখতে পেরেছি। আমাদের সময় কোনও ভারতীয় বৈজ্ঞানিকের ভাগ্য এত সুপ্রসন্ন হয় নি। তখনকার কালে এ-সব স্বপ্ন夺邻本面f” এখন যোয়ান বা অন্য কোন জিনিষ দরকার হলে, তঁরা একেবারে ৫০/১০০ মণ আনেন, কিন্তু এমন এক সময় ছিল যখন কোম্পানী একেবারে ছয় আনার বেশী যোয়ান আনতেন না । এই কোম্পানীয় কাগজ-পত্রে তার রসিদ এখনও আছে। এই রকমে সামান্য অবস্থা থেকে বেঙ্গল No