পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আচার্য্য প্রফুল্লচন্দ্র এটা দেশের সাধারণের সম্পত্তি হয়, সেজন্য এটাকে “লিমিটেড” কোম্পানীতে পরিণত করেন। সেই সময় স্যার রাসবিহারী ঘোষ, ডাক্তার চুনীলাল বসু প্রভৃতি পরিচালকরাপে এই কারবারে যোগ দেন । কোম্পানীর মূলধন তখন পাঁচলক্ষ টাকা, এখন এটা আরও বাড়ান হয়েছে। কোম্পানীর অফিস আগে ছিল সাকুলার রোডে, এখন আছে কলেজ স্কোয়ারে—আর প্রকাণ্ড কারখানা হয়েছে মাণিকতলায়-১১ বিঘা জমির উপর। আজকাল কাজ এত বেড়ে গেছে যে, তাতেও জায়গার সংকুলান হচ্ছে না, তাই পাণিহাটিতে নতুন কারখানা খোলবার প্রস্তাব চলছে- সেখানে কারখানা তৈয়ার করতে বিস্তৃত জমি নেওয়া হয়েছে, কারখানা তৈরি আরম্ভও হয়েছে। কারখানার ব্যবস্থা অতি চমৎকার। এখানকার সুন্দর ব্যবস্থা আচার্য্য প্রফুল্লচন্দ্র ও তার সহযোগীদের বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে । সারা জগতে এখন অর্থ ( Capital ) ও দৈহিক পরিশ্রমের ( l.bour ) भाथ ऊँौव विद्धांश চলছে। তার ঢেউ যে ভারতেও এসে পৌচেছে তা আচার্য প্রফুল্লচন্দ্র বেশ বুঝতে পেরেছেন, তাই প্রথম থেকেই তঁর অধীনস্থ কর্ম্মচারীদের সুখ আর স্বচ্ছন্দতার দিকে তিনি নজর রেখেছেন। তঁর কারখানায় মোট ২৩ NES