পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র.djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আচার্য্য প্রফুল্লচন্দ্র তিনি বল্লেন-“ওঃ, মিষ্টার মরনো ! তাকে যে আমি भूद फ़िनि। डिनि अांद्रभनिशान ना ?” ONIf IgET-“, fòs Anglo-lindian, TSG Armenian কলেজের অধ্যক্ষ বটে।” তিনি ফের বল্লেন-“র্তার বুঝি এসব দিকে ঝোেক আছে ?” আমি উত্তর দিলাম-“হঁ, তিনি কারখানা দেখবার জন্যে উৎসুক হয়েছেন।” তারপর মিষ্টার মর্যানোর সঙ্গে আমি কারখানা দেখবার জন্যে একখানা গাড়ী করে যাত্রা করলাম । আগে কখনও সে কারখানায় যাইনি, তবে ঠিকানা জানতামমাণিকতলা মেন রোড। রাস্তা ঠিক জানা ছিল না, তাই একটু বেরাস্তায় গিয়ে পড়লুম। শেষে জিজ্ঞাসা করে করে কারখানায় হাজির হলুম। সেখানে পৌছতে কারখানার অধ্যাক্ষের সঙ্গে দেখা হল। ডাক্তার রায়ের চিঠি দেখাতে, তিনি আমাদের সাদরে অভ্যর্থনা করলেন, আর একজন কর্ম্মচারীকে আমাদের কারখানা দেখাবার জন্যে অনুরোধ করলেন। কর্ম্মচারীট আমাদের পথ-প্রদৰ্শক হয়ে ঘুরে ঘুরে কারখানাটি দেখালেন। প্রথমেই চোখে পড়ল-কর্ম্মচারীদের 88