পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র.djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আচার্য্য প্রফুল্লচন্দ্র চায়। সেইটেই ভারি অন্যায়। তাদের উচিত-কর্ম্মচারীদের পরিশ্রমের জন্যে উপযুক্ত পুরস্কার দেওয়া। তাতে কর্ম্মচারীরা সন্তুষ্ট হয়—আর কোম্পানীরও লাভ হয়।” এখানে আমরা নিজের চক্ষে দেখলাম-কিরূপে সেই মন্তব্য কার্য্যে পরিণত হয়েছে। তার পরেই দেখলাম-এক প্রকাণ্ড ছাপাখানা । দেখেই একটু আশ্চর্য্য হলাম-ওষুধের কারখানায় ছাপাখানার কি দরকার ? সেখানে দেখলাম-ওষুধের নানা রকম লেবেল, ওষুধের তালিকা, বিজ্ঞাপন প্রভৃতি ছাপা হচ্ছে। যদি এই কাজ বাইরের কোন প্রেসে দেওয়া হত, তা হলে খরচ ত খুব বেশী হতই, তা ছাড়া কাজ এতু ভাল হত না, এত কম সময়ের মধ্যে দরকার মত কাজও পাওয়া যেত না। তাই এ সব অসুবিধা দূর করবার জন্যে ছাপাখানার প্রতিষ্ঠা হয়েছে। এখানে ৩৪টা বড় ছাপার মেসিন আছে, তার জন্যে প্রিণ্টার, কম্পোজিটার আর মেশিনম্যান আছে। তাছাড়া দপ্তরী আছে, ব্লক করবার জন্যে আলাদা লোক আছে-যাতে সব কাজ নিজেদের মধ্যে হতে পারে। একইরকম লেবেল বা ফর্ম বার বার ছাপতে হয় বলে-এখানে ষ্টিরিওটাইপের ভাল বন্দোবস্ত আছে। এরা বিজ্ঞাপনের উপকারিতা