পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র.djvu/৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

म९ হিন্দু রসায়নশান্ত্রের ইতিহাস ইতিহাস ডাক্তার রায়ের বড়ই প্রিয়। তিনি ইতিহাস अफूड भूब डालबाजिन। य७ि डिनि ब्रांनायनिक उा शल७, ऊँझ आएनक जभन्न शडिशन आएलाफ़ना कब्राङ কেটেছে। ইতিহাসের ভক্ত বলেই তিনি এমন একখানা বই লিখেছেন-যা চিরদিন তঁর নাম অমর করে রাখবে। সেখানি-র্তার হিন্দু রসায়নশাস্ত্রের ইতিহাস। ভারতেও যে এককালে রসায়নশাস্ত্রের চর্চা হত, তার পরিচয় তিনি এই বইতে দিয়েছেন-আবার কি করে ভারতে সেই বিদ্যার লোপ হল তারও ইতিহাস এই বইতে পাওয়া যায় । এ বই লেখার ইতিহাস তিনি নিজেই আমাদের দিয়েছেন। তিনি মেদিনীপুরে এ-সম্বন্ধে বলেছিলেন“পৃথিবীর প্রাচীন জাতিরা রসায়নশাস্ত্রে যতদূর পারদর্শী হয়েছিলেন তাহ অবগত হইতে আমার চিরকাল কৌতুহল আছে। প্রায় ৩৫ বৎসর পূর্বে যখন আমি এডিনবরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখন হইতে টমসন, কপ প্রভৃতি মনীষিগণের বিখ্যাত গ্রন্থ সমূহ আমার প্রিয় সঙ্গী ছিল। সেই সময় ভারতবাসীগণ রসায়নশাস্ত্রে O