পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র.djvu/৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আচার্য্য প্রফুল্লচন্দ্র রসায়নিকদিগের অধিনেতা জগদ্বিখ্যাত ফরাসী বৈজ্ঞানিক হিন্দুগণ রসায়ন শাস্ত্রে কিরূপ উন্নতিলাভ করিয়াছিল তাঙ্গা জানিবার জন্য উদগ্রীব হইয়াছিলেন। এমন কি তিনি ঐ বিষয়ের অনুসন্ধান করিবার জন্য আমাকে বিশেষ করিয়া অনুরোধ করিলেন। তঁহার এই সংকল্পে প্রণোদিত হইয়া আমি “রসেন্দ্রসার সংগ্রহ” নামক গ্রন্থের উপর ভিত্তি স্থাপন করিয়া। ১৮৯৮ খৃষ্টাব্দে তাঁহাকে ভারতীয় রসায়ন শাস্ত্র বিষয়ক এক ক্ষুদ্র প্রবন্ধ প্রেরণ করি। পরে দেখিতে পাই যে, ঐ গ্রন্থের কোন বিশেষত্ব নাই, কারণ উহা দ্বারা হিন্দু রসায়নশাস্ত্রের উৎপত্তির হেতু অবগত হওয়া যায় না। বার্থোলো ষে ঐ প্রবন্ধের বিস্তৃত সমালোচনা করিয়াই ক্ষান্ত হইয়াছিলেন তাহা নহে ; তিনি অনুগ্রহ করিয়া তাহার “মধ্যযুগে রসায়ন শাস্ত্র” নামক তিন খণ্ড বিশাল গ্রন্থ আমাকে উপহার পাঠাইয়াছিলেন । ঐ গ্রন্থ প্রধানতঃ আরব ও সিরীয় গ্রন্থাবলী অবলম্বনে লিখিত। আমি কিন্তু তখনও উহাদের অস্তিত্ব পর্য্যন্ত অবগত ছিলাম না। উহা অধ্যয়ন করিবার পর হিন্দু রসায়নশাস্ত্র সম্বন্ধে একখণ্ড পুস্তক লিখিয়া ঐ গ্রন্থাবলী সম্পূর্ণ করিবার উচ্চ আশা আমার মনে উদিত হয়৷ ” এই রকমে তিনি হিন্দু রসায়ন-শাস্ত্রের ইতিহাস লিখতে GG