পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র.djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আচার্য্য প্রফুল্লচন্দ্র ভারতীয় বৈজ্ঞানিককে কোন বিশ্ববিদ্যালয় গবেষণামূলক বক্তৃতা দেবার জন্য নিমন্ত্রণ করেন নি। এই প্রথম আহবান। এর পরে আচার্য্য জগদীশচন্দ্র বসুকে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় বক্তৃতা দিতে ডেকে পাঠান। বিশ্ববিদ্যালয় ডাক্তার রায়কে যে পারিশ্রমিক দিয়েছিলেন-ত তিনি নিজের ব্যবহারের জন্য গ্রহণ না করে বিশ্ববিদ্যালয়কে দান করেন। তৃতীয়বার বিলাত যাত্রা এর পর পুনরায় ডাক্তার রায়কে বিলাত যেতে হয়েছিল। সে ১৯১২ সালে, তখন লণ্ডন সহরে বৃটিশ সাম্রাজ্যের বিশ্ববিদ্যালয়ের সম্মিলন সভা বসেছিল। সে সভা থেকে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের কাছেও নিমন্ত্রণ এসেছিল। সেই নিমন্ত্রণ রাখতে ডাক্তার রায় আর ডাক্তার দেবপ্রসাদ সর্বাধিকারী বিলাত যাত্রা করেন। সেখানে তঁরা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যথা নিয়মে কর্ত্তব্য পালন করেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন ঃ"systice Conference of the Empire Universitiesএ বলেছিলাম-তোমরা ভারতবর্ষের ডিগ্রীকে নগণ্য মনে করা-কিন্তু একটা কথা মনে রেখো, কলিকাতার সর্বশ্রেষ্ঠ চিকিৎসক, কলিকাতার সর্বশ্রেষ্ঠ সার্জন, কলিকাতার Wატატ