পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র.djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আচার্য্য প্রফুল্লচন্দ্র সর্বশ্রেষ্ঠ ধাত্রীবিদ্যাবিশারদ, ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ আইনজ্ঞ এবং কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইসূচ্যান্সেলার, (যিনি তিনবার ঐ পদে মনোনীত হয়েছিলেন-এবং যিনি আর ইহ জগতে নেই!)-ইহারা সকলেই কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উপাধিধারী।” অনেক বড় বড় সভা সমিতি ডাক্তার রায়কে অভ্যর্থনা করেন। তঁর বিজ্ঞান সম্বন্ধে নূতন নূতন গবেষণাতে মুগ্ধ হয়ে Durham বিশ্ববিদ্যালয় তঁর গুণের উপযুক্ত পূজা করতে কৃতসঙ্কল্প হন। সেই কারণে তঁাকে এক বিশেষ Tets Honorary D. Sc. stif Cte Durham বিশ্ববিদ্যালয়ের ভাইসূচ্যান্সেলার তঁাকে “ডাক্তার” উপাধি দেবার সময় বলেন :- "A keen and successful investigator, he (Dr. Ray) has long made his mark by contribution to scientific periodicals, both English and German, but his fame chiefly rests on his monumental History of Hindu Chemistry-a work of which both the scientific and linguistic attainments are equally remarkable, and of which, if of any book, we may pronounce that it is not defective.” V8