পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র.djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আচার্য্য প্রফুল্লচন্দ্র তঁাকে এক অভিনন্দন দেন। সেই অভিনন্দনে ছাত্রেরা बनन :-'आश्रनांद्र निद्रांज़्वन औदन उोनोन.डब्रडौश আদর্শ, আমাদের সেই পুরাতন ভারতীয় যুগকে স্মরণ করিয়ে দেয়। সব সময়েই আপনি আমাদের পথপ্রদৰ্শক, নেতা এবং বন্ধু ছিলেন। আপনার মুক্তদ্বার, আপনার সদাপ্রফুল্লতা, আপনার ছাত্রদের প্রতি মুক্তহস্ততা, আপনার নীরব অথচ গভীর স্বদেশ-প্রেমের জন্য মনে হয় আপনি যেন সেই পুরাতন যুগের ঋষি, গুরু-আমাদের জন্য নতুন জন্ম গ্রহণ করেছেন ।” এই অভিনন্দনের উত্তরে ডাক্তার রায় এক মর্ম্মস্পর্শী বক্তৃত করেন। সেই বক্তৃতায় তিনি বলেন :-“যখন আমার মনে হয় যে বাল্যকালে আমি ৪ বছর হেয়ার স্কুলে পড়েছি-যে স্কুল প্রেসিডেন্সী কলেজের শাখা মাত্র, আবার যখন মনে হয় যে আরও ৪ বছর আমি বিজ্ঞান বিভাগে পড়েছি।--তখনই বেশ বোঝা যায় যে এই কলে জের সঙ্গে আমার সংস্রব ৩৫ বৎসর কাল ব্যাপ্ত হয়েছে । সেই জন্য আমার মনে বড় সাধ যে যেন আমার মৃত্যুর পর আমার একমুঠ চিতাভস্ম এই পবিত্র কলেজের কোনও স্থানে রক্ষিত হয় ।”