পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র.djvu/৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আচার্য্য প্রফুল্লচন্দ্র হিন্দুত্ব, মুসলমানের মুসলমানত্ব, ব্রাত্যক্ষত্রিয়ের ব্রাত্যক্ষত্রিয়ত্ব গ্রহণ করি । আমি রাসায়নিক । আমি নিক্তির ওজন করে সকলের ভালমন্দ ওজন করে বিচার করতে চাই ।” ১৯২০ সালে ২১শে মার্চ খুলনাতে পৌণ্ডকক্ষত্রিয় সামাজিক সভার অধিবেশন হয়। সভার পক্ষ থেকে যখন আচার্য্য প্রফুল্লচন্দ্রের কাছে নিমন্ত্রণ এল, তখন তিনি সানন্দেই নিমন্ত্রণ গ্রহণ করেছিলেন। তাদের উন্নতির জন্য সব রকমে সাহায্য করতে তিনি রাজী ছিলেন । সেই সভার সভাপতিরূপে তিনি বলেছিলেন- “আমরা দেশকে মা বলি। যারা লম্বা লম্বা বক্তৃতা করেন। আমি তঁদের জিজ্ঞাসা করি তঁরা যদি বাংলাকে মা বলেন। তবে কি সকলকে ভাই বলে আলিঙ্গন করবেন না-মায়ের সন্তানকে পদাঘাত করে দূরে ঠেলে কি তঁরা অগ্রসর হবেন ?-- তবে তঁদের কিসের মা বলা ?” সেই জন্য তিনি বলেন- “সবাই মায়ের সন্তানসকলকে কোলে টেনে নিতে হবে। যে পেছনে আছে তাকে তুলতে হবে। যিনি শিক্ষিত তিনি অশিক্ষিতকে টেনে নেবেন ।” পৌণ্ডকদের উদ্দেশ করে তিনি বলেছিলেন- “চাই BBDSS BDDBDS SBDS SDD SDDBBB S SBDBDD DBDBBYSA