পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র.djvu/৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আচার্য প্রফুল্লচন্দ্র “এই যে যুবকবৃন্দকে সামনে দেখছি, এদের অনেকে এমএ, বি-এ পড়ছে। বিবাহের বাজারে কারো ৫৭ হাজারের কম পোষাবে না । কত গরীব মেয়ের বাপ এতে সর্বস্বাস্ত হয়, কত ঘরে বিষাদের ছায়া পড়ে ! যদি বলা যায়, ধিক তোমাদের লেখাপড়ায়, আবার দেশ উদ্ধার করতে এসেছ-অমনি নাকি সুরে বলবে, কি কবৃব-বাপমার কথা অমান্য করি কিরূপে, তঁরা আমার জন্য এত করছেন, ইত্যাদি। আমি তো বলে থাকি “Every un married young man of Bengal is a prospective assassinator of a Snehalata.” অশ্বিনীবাবু বলতেন-“এখনকার ছেলেরা কেবল বিবাহের বাজারে স্বার্থসিদ্ধির জন্য পিতৃ-মাতৃভক্তির পরাকাষ্ঠী দেখায়। অনেক বাপ-মাও ছেলের বিবাহ দিয়ে, তার জন্য যা খরচ হয়েছে তা সুদে আসলে আদায় করবার জন্য ফাদ পেতে বসে থাকেন।” কত যে অন্ধ কুসংস্কার আমাদের উন্নতির অন্তরায় হয়ে রয়েছে, তাও তিনি দেখান। তিনি বলেন-বাঙালী ছেলেদের জীবন ঘরে এক প্রকার, বাহিরে আর এক প্রকার। এই দ্বিধাবিভক্ত জীবন বহন করে ব্যক্তিত্বটুকু পর্যন্ত জলাঞ্জলি দেয়। মা বলেছেন, আজ গ্রহণ পূর্ণগ্রাস, Erro