পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/১৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪ আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী SAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAASSS S SS ক’রে রেখে দিলেন । এসব "নিশার স্বপন সম ভাবিছ অলীক ?” কিন্তু তা নয়, অনেক ভুক্তভোগী বুদ্ধ এখনও বেঁচে আছেন। এসকল কথা বলবার একমাত্র কারণ এই যে, গুণ কখন বংশগত হয় না এবং অন্যান্য অবিচারের গওঁী টেনে যারা আপনার দেশবাসীকে নির্ম্মমভাবে পরস্পর থেকে তফাৎ ক’রে দেয় তাদের জীবন সকলদিকেই সঙ্কচিত হ’য়ে আসে উচ্চ আদর্শ বা সংসঙ্কল্পের কথা তার প্রায় ভুলে যায়। অপরকে হীন অস্ত্যজ নীচ ছোটলোক ব’লে ঘৃণা করবার অধিকার আমাদের কোথায় ? আভিজাত্যহীন তথাকথিত নীচজাতির গৃহে কি পৃথিবীর অনেক শ্রেষ্ঠ পুরুষ জন্মগ্রহণ করেন নি ? পৃথিবীতে র্যার পম্মের প্রতিষ্ঠাতা, ধর্ম্মজগতে র্যারা একটা মহাপ্লাবন বহিয়ে দিয়েছিলেন, সেইসব মহাত্মাদের অনেকেই আভিজাত্যমণ্ডিত ছিলেন না। যীশু ছুতোরের ছেলে । ভক্তবীর কবীরের জন্ম নীচ জেলার ঘবে ভক্তমালে রুহিদাস প্রভৃতি অনেক সাধুর বর্ণনা আছে যার হীন বংশে জন্মলাভ করেছেন। মান্দ্রাজে হীনবংশোদ্ভব অনেক তামিল সাধু ছিলেন এবং মুসলমানদের মধ্যে অনেক পীর ছিলেন র্যাদের পুণ্যস্মৃতির উদ্দেশে মন্দির ও দরগা নির্ম্মিত হয়েছে এবং উচ্চবংশীয় ব্রাহ্মণগণ র্যাদের দেবজ্ঞানে পূজা করেছেন। বীর সন্ন্যাসী বিবেকানন্দ বামুনের ঘরে জন্মগ্রহণ করেন নি । বশিষ্ঠ, নারদ, ব্যাস প্রভৃতি দেবর্ষি ও মহর্ষিগণ উচ্চবংশোদ্ভূত নন – কেউ বা দাসীপুত্র, কেউ বা বেতাপুত্র। সকল দেশেই এরূপ হয়েছে, মহাপুরুষগণ সকল দেশেই সমাজের সকল রকম স্তরে আবির্ভূত হয়েছেন। সুতরাং কেন এই কপটাচার ? কেন এই ঘৃণা ও নির্ম্মমতা ? কেন মানুষের মুখদর্শনে পাপ, তার ছায়াম্পর্শে প্রায়শ্চিত্তের ব্যবস্থা ? অত্যাচারী রাজা প্রথম চালসের রাজত্বকালে ইংলণ্ডের প্রজাশক্তি রাজার বিরুদ্ধে অভু্যখান করে । এই অস্তর্বিপ্লবের ইতিহাস (Buckle’s ہم ہر معیا۔ جبر می ح SS SSAAAAS SASAASAAAS