পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/১৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জাতিভেদ S8 S. 尊 History of Civilization) of wooirssofia ožičić Hato নাচ ও উচ্চজাতি সম্বন্ধে একটা বড় কথা জানা যায়। কথাটা এই খে যতুদিন প্রজাশক্তিকে চালিত করবার জন্যে উচ্চবংশজাত ব্যক্তিকে সেনাপতি নিৰ্বাচিত করা হয়েছিল ততদিন প্রজাপক্ষ জয়লাভ করেনি । তারপর যখন জনসাধারণের মধ্য থেকে যুদ্ধনেতার আবির্ভাব হ’ল, তখন ' রাজার দল পরাজিত হ’ল জনসাধারণের চেষ্ট জয়শ্রীমণ্ডিত হ’য়ে উঠ ল । নেপোলিয়ন তার ভগ্নী কারোলিনাকে মুরা নামক যোদ্ধার হাতে সম্প্রদান করেন ; তিনি মুরাইওয়ালার (inn.keeper. পুত্র ছিলেন । নেপোলিয়নের নিকট পুরুষকার আভিজাত্যের একমাত্র নিদর্শন ছিল । তিনি কি সৈনিক বিভাগে, কি শাসন বিভাগে যোগ্যতা ও গুণ অনুসন্ধান ক’রে সমাজের যে কোন স্তর হতে লোকদের উন্নীত করতেন । - নেপোলিয়নের কার্ঘ্যনীতির একটা বিশেষ অঙ্গ এই ছিল যে তিনি বরাবর গুণেরই আদর করতেন যথার্থ গুণী, তা সে সমাজের যে স্তর থেকেই আস্থক না কেন, তার দৃষ্টি আকর্ষণ করে সামরিক রাজনৈতিক প্রভৃতি সকল বিভাগে দায়িত্বপূর্ণ পদ প্রাপ্ত হ’ত । কর্ম্মতৎপরতার ফলস্বরূপ লোকের পদোন্নতি লাভ হ’ত ! তার কোন কুলে জন্ম সে পরিচয় কেউ নিত না । ক্রমওয়েল মদ প্রস্তুত করতেন । তিনি যে সকল সেনানায়ক নিযুক্ত করতেন তার মধ্যে অনেকেই “নীচ” বংশোদ্ভূত। কেউ বা মুদি, কেউ বা ফেরিওয়াল, কেউ বা পরিচারক, কেউ বা ভিক্ষান্নপালিত, কেউ বা চামার, কেউ বা মুচি, কেউ বা “জুতি সেলাই” ! TFF TFTLEF “the highest prizes being open to , all men, provided they displayed the requisite capacity” এই “জুতি সেলাই” বলতে আর একটি কথা মনে পড়ল। শ্রীরামপুরের মিশনারীদের অগ্রণী বিখ্যাত উইলিয়ম কেরীও এই ব্যবসায়ী