পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/১৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬• আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী এই ত আমাদের মান ! - এই মানে মানী হয়ে আমরা বলি জল নষ্ট করিসনে। এখন আর পৃথক থাকুলে চলবে না । আমি intermarriage সার্ব্বজাতিক বিবাহের কথা বলছি না। আপনারা একটু এগুন, তারাও আপনাদের দিকে একটু আস্থন । কিন্তু আমি বলি যারা কুলীন তাদেরই আগে এগুতে হবে। আপনার জাত, জাত, করছেন। আমার ওসব আসে না । এখানে চেহারা দেখে কে বড় কে ছোট তা ঠিক করতে পারেন ? আপনার অবনত বললে কে ? ও যেন ঠাকুর ঘরে কে-না আমি ত কল খাইনি। আপনার ব্রাহ্মণ কায়স্থ অপেক্ষা কোন অংশে ছোট নন। আপনারা বড় বড় পদ লাভ করুন-কাউন্সিলে নিজেদের মধ্য থেকে মেম্বর পাঠান। আপনার অনেকেই লক্ষ্মীমন্ত। আমি করজোড়ে প্রার্থনা করি আপনার প্রতিজ্ঞ করুন শিক্ষা বিস্তারের জন্য প্রাণপণ করবেন। আপনাদের আয়ের অন্তত: একদশমাংশ স্বজাতির শিক্ষার জন্য ব্যয় করুন। যেমন কালীপূজার বারোয়ারির জন্য এক পয়সা ক’রে বৃত্তি রাখা হয়, তেমনি ক’রে আপনারা যে ধান পান তার যদি দশমাংশ এমন কি শতাংশও আপনাদের উন্নতির জন্য রেখে দেন, আপনাদের উন্নতি আটকে রাখে কে ? আপনারা নিজেরাই নিজেদের উন্নতি আটকে রেখেছেন । শিক্ষার বিস্তার করুন । উন্নতি ধ্রুব নিশ্চয় । আমি আজ বুঝতে পারলাম-জাতীয় জাগরণের প্রকৃত স্ফুরণ হয়েছে। প্রকৃত জাতীয় জাগরণের স্পন্ন দেশের সর্বত্র পৌচেছে ! কায়স্থ, ব্রাহ্মণ, বৈদ্য—হিন্দু মুসলমান সকল শ্রেণীর সকলস্তরের সহৃদয় লোক বহু প্রকারে জ্ঞাপন করছেন যে সকলেরই আপনাদের সঙ্গে আন্তরিক সহানুভূতি আছে ও তারা আপনাদের উন্নতি কামনা