পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/১৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জাতিগডলে বাপ্রা— ভিতন্ত্রেজ্ঞ ওভ বাহিন্ত্রেৰ আজ এ নব-জাগরণের দিনে বাঙালীর হৃদয়তন্ত্রী কি এক অপূর্ব্বস্বরে বেজে উঠেছে"। আশায়, আনন্দে, উৎসাহে বাঙালী এখন একটা জাতি ব’লে পরিগণিত হ’য়ে জগতের সমক্ষে দাড়াতে চায়। শুধু বঙ্গে নয়, একটা প্রাণ-মাতানো নতুন হাওয়া সারা ভারতবর্ষের উপর দিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে। ভারত দিনে দিনে উদ্বুদ্ধ হয়ে উঠছে। কিন্তু এই উদ্বোধনে কি কি উপকরণ চাই ? জাতিগঠনের উপাদান কি ? সমষ্টির দেহে কোন শক্তি সঞ্চারিত হ’লে জাতি স্থপুষ্ট ও মেরুদণ্ডবিশিষ্ট হ’য়ে গর্ব্বোন্নত-শিরে আপন দেশে দাড়াতে পারবে ? আমাদের এখন চাই কি ? অভাব কোথায় ? আপনার মাম্রাজের স্তর টি মাধব রাও এর নাম শুনেছেন। তিনি ত্রিবাঙ্কুর, বরোদ প্রভৃতি দেশীয় রাজ্যে প্রধান মন্ত্রীর পদে অধিষ্ঠিত ছিলেন । এই বিজ্ঞ দূরদর্শী পুরুষপ্রবর স্তর সালার জঙ্গের পর ভারতের সর্ব্বশ্রেষ্ঠ রাজনীতিক। ইনি উচ্চশ্রেণীর ব্রাহ্মণ ছিলেন। মৃত্যুর পূর্ব্বে এর খেদোক্তি ভারতবাসীমাত্রেরই প্রণিধানযোগ্য'। 'আমরা নিম্নে তার কিয়দংশ উদ্ধৃত করছি – “The longer one lives, observes and thinks, the more does one feel that there is ဂီ community on the face of the earth that suffers less from political evils