পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/২০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭• ফাংশ হার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী কতদিন স্থায়ী হয় ? বি-এ বা এম্-এ পাশ করে যে-সব শিক্ষিত যুবক দেশের কাজ করতে অগ্রসর হচ্ছেন, তারা কতদূর ত্যাগস্বীকার করতে প্রস্তুত আছেন জানতে চাই। কলকাতার অনেক ছাত্রাবাসে বামুন, কায়েত, নবশাখের আলাদা আলাদা ঘর ; এদিকে বাবুর্চির হাতের অমৃত আস্বাদনে কারও বাধে না । সমাজে বামুনের কাছে সব জাতিই অপাংক্তেয় । শিক্ষিত যুবক ! নমঃশূত্রকে দেশবাসী ভাই ব’লে তার সঙ্গে একসাথে খেতে দাড়াতে পার ? বিবাহের সময় বরপণ গ্রহণের বিরুদ্ধে দাড়াতে পার ? তোমাদের বিবাহের বিজ্ঞাপন দেখে হতভম্ব লেগে যায় ; এত বিচিত্র কুলশীলের তালিকাও তোমাদের আছে! তোমার বিয়ের ধৌতুকের চাপে কত স্নেহলতা আত্মহত্য করছে তার সংবাদ রাখ? না ঠিক ঐ সময়ে তোমার পিতৃভক্তির উৎস উথলে ওঠে—“কি করব, আমার ত পণগ্রহণে অনিচ্ছ, কিন্তু বাবা বলছেন ও বাবা । তিনি যে বুকে ধরে মাহুষ করেছেন, সেই বুকে কি ক’রে শেলবিদ্ধ করবো ?” হায়রে “বাবার” দোহাই! হে উপাধিধারী যুবক, তুমি ঘোড়, গরু ও ছাগলের মত নিজকে সর্ব্বোচ্চ দরে বিক্রীত হতে দেও— ধিক্ তোমার শিক্ষা, ধিক্ তোমার দীক্ষা । তুমি আবার স্বদেশ উদ্ধারের জন্য আগুয়ান ! তুমি মানসিক-দাসত্বের নিগড় আপন চরণে এমন ক’রে পরিয়েছ, যে, এক পাও অগ্রসর হতে পার না । তুমি দেশাচার-জুজুর ভয়ে এত ব্যতিব্যস্ত যে কোনও প্লকার সমাজ সংস্কারে হাত দিতেও ভীত হও । তুমি বারেন্দ্র হয়ে ‘কাঃপর, বঙ্গজ হয়ে দক্ষিণরাচীর কন্যার পাণিগ্রহণ করতে বললে, ভয়ে আড়ষ্ট হও* • Wanted Rarhi Savab Brahmin bride for ( ; ) Bharadwaj M, A., (2) Sandilya M. A., Bhanga brides for ( 1) Sandilya Dy. Magte, Ca), house ; (2) Sandilya B, Sc., B. E., ( 3 )