পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/২৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২২ আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী সমাজের দরকার হইয়াছে। গর্ত্তীছাড়া স্বাধীন শিক্ষা লাভের জন্য উংস্থক কর্ম্মোৎসাহে চির নবীন যুবক সম্প্রদায় চাই , তাহারাই এ দেশকে নূতন করিয়া গড়িবে, নূতন মহিমায় মহিমান্বিত করিয়া তুলিবে । বঙ্গীয় যুবকসমাজের সম্মুখে এক বিষম সমস্ত উপস্থিত হইয়াছে। এই সমস্যার সমাধান যদি তাহাদের দ্বার সম্ভবপর না হয় তাহ হইলে ভবিষ্যৎ বড় অন্ধকারময়। যদি এ প্রবন্ধে আমি কোথাও কঠোর কথা ব্যবহার করিয়া থাকি তবে তাহা ক্ষোভের বশবর্ত্তী হইয়াই করিয়াছি, আমার অন্য কোন উদ্দেশু নাই, থাকিতেও পারে না । যেমন নব রবিকিরণে উদ্ভাসিত তরুণ কিশলয়ের শোভা মনোমুগ্ধকর হইলে ও আপনাকে বড় করিয়া তুলিবার তাহার একটা ক্ষমতা নাই তেমনি আমাদের দেশের যুবকবৃন্দের দুর্ব্বল স্বাস্থ্যের স্নিগ্ধ হাস্য দেখিয়া আমার একদিকে সহানুভূতি ও অন্যদিকে গভীর দুঃখ হয়। , বিধাতার হৃষ্ট একটা জাতির পরিণাম কি এতই ভয়ানক হইবে ? এমনি করিয়া কি দিন দিন নিশ্চেষ্টতা ও উৎসাহবিহীনতা বঙ্গের যুবকদিগকে গ্রাস করিতে থাকিবে ? তাহা কখনই হইতে পারে না। র্তাহীদের জড়ত ত্যাগ করিতেই হইবে ; তাহাদের উঠিয়া বসিয়া নূতন পন্থা অবলম্বন করিতেই হইবে। এ পথ ছাড়া আর কোনও পথ নাই। এ পথ অবলম্বন করিতে নাপারিলে কেবল অনাহারে এতটা মস্তিষ্কশক্তিসম্পন্ন বাঙ্গালীজাতি লয় প্রাপ্ত হইবে ।

    • ভগবান প্রকৃতিগত বৈচিত্র দিয়া মনুষ্য স্বজন করিয়াছেন डाई आमन्त। छूजिज्ञ যাই। প্রবীণ পসারওয়াল উকীল ভাবেন উহার পুত্র যতশীঘ্র পারে বি, এল, পাশ দিতে পারিলে "বঁধ ঘর” ও মক্কেলদিগের নিকট তাহাকে পরিচিত করিয়া অবসর গ্রহণ করিবেন। কিন্তু দুর্ভাগ পুত্রের মতি গতি ও রুচি অস্কদিকে । পিতা জোর করিয়া তাহাকে আইন পাশ করাইবেন। এই প্রকার কত tragedy আমি জানি বলা যায় না।