পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/২৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৪০ আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী ۔۔۔۔۔۔"۔ ২॥১৩ শত টাকার মাহিয়ান দিয়ে যে সমস্ত বিশেষজ্ঞ রাখেন তাদের দ্বারা কত টাকা রোজকার করেন তার ঠিকানা নাই। বিশেষজ্ঞ ‘কলুর চোখ ঢাকা বলদের মতোই চলিতে জানে। কিন্তু ব্যবসায়ী কলু এদের দ্বারাই তৈল প্রস্তুত করেন। আমাদের দেশের স্তর রাজেন্দ্র মুখার্জি যদি আজ B. E. হ’তেন তাহলে দেশের কত বড় যে লোকসান হত তা কি করে বলব। তিনি হয়ত সরকারী উন্নতি মার্গে এতদিনে বড় জোর District ইঞ্জিনিয়রত্বে এসে পৌছিতেন ; এবং Chairman এবং ম্যাজিষ্ট্রেটের কুঠাতে প্রমোশনের জন্ত হাটা হাটি করে অন্তরনিহিত শক্তি নিঃশেষ করিতেন । কিন্তু ভাগ্যগতিকে তাহাকে নিজের পায়ের উপর দাড়াবার প্রয়োজন হওয়াতে আজ তিনি দেশের শ্রেষ্ঠ একজন *{FR I J. C. Banerjią career আমি অনেক বার বলেছি । Rfgtửìz## RC&T Railway administration a ffa fRz*ịsẽ সেই সাত কড়ি ঘোষও কেবল নিঙ্গের পায়ে চলেই আজ পুরোভাগে এসেছেন। Associated Pressএর কেশবচন্দ্র রায় মহাশয়ের জীবন আরো শিক্ষাপ্রদ । ইনি হিন্দু হোষ্টেলের বাজার সরকার ও লাইব্রেরীয়ান ছিলেন । এর ক্ষমতা অসীম । মধ্যরাত্রে-বড়লাটকেও টেলিফো করিয়াইনি পরামর্শ করিবার ক্ষমতা রাখেন । তাই বলিতেছিলাম, লক্ষ্য স্থির রাখিয়া সাধনা করিলে সিদ্ধি নিশ্চিত। দুর্গ বলে ঝুলে পড় । Policy of driftings of করবে। ল’ পড়ছি—পড়ে রাখিনা-ওকালতি তো করব না— বাপের কাছে কিম্বা শ্বশুরের কাছে তিন বছর আরো খরচ পাওয়! যায়। এই রকম উদ্বেগু বিহীন জীবন যাপন আর করো না। অনেকে বলেন,“তবে কি আপনি আমাদিগকে মাড়োয়ারী হতে stria” ? st#i ưi# c* Sir Hugh Bray, Sir Alex. Murray