পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/৩০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৭২ আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী হবেন, কেউ গনেরিল আবার কেউ বা রেগান ৷” ছাত্র ত শুনে অবাক-বল্লেন, “তারা কে – দুনিয়ার সব রসে বঞ্চিত হয়ে এ রকম রসায়নরসিক হওয়া ত বড় মুস্কিল। আর বিশ্ববিদ্যালয় এর জন্যে বড় কম দায়ী নয়। কুক্ষণে ম্যাটি কুলেশনের পাঠ্যতালিকা থেকে ভূগোল নির্ব্বাসিত হয়েছে। পরীক্ষায় কাজে লাগবে না, সুতরাং আমাদের দুলালরা আর ভূগোল পড়বেন না, কে যেন মাথার দিব্যি দিয়েছে । ম্যাপ (Map ) টাঙ্গান রয়েছে ; পাশ-করা ছেলেকে জিজ্ঞাসা করলাম “বার্লিন কোথায়?” সে ইংলণ্ডের দিকে চেয়ে রইলো । starą gęGR Hzf{Jtoff, fsf M. Scts Figure of the Earth অর্থাৎ পৃথিবীর আকৃতি বিষয়ে গণিতশাস্ত্রমূলক বিষয়ে অধ্যাপনা করেন। তার ছাত্রদের মধ্যে কয়েকজন ভূগোলে সম্পূর্ণ অজ্ঞ—তার পৃথিবীর আকীর নিদ্ধারণ করতে এসেছে, কিন্তু ভূতলের উপরে কি কি প্রসিদ্ধ দেশ, নগর বা সমুদ্র আছে সে বিষয়ে তাদের কোনও ধারণাই নেই। তারপর কনস্টান্টিনোপল দেখাতে বলায় ম্যাপের উপর অন্ধের মত হাতড়াতে লাগলো। ইংলণ্ডে কিন্তু এমন হয় না। সেখানে ছেলের ভূগোল, প্রাকৃতিক ভূগোল আগে শেখে ; পর্ব্বত, হ্রদ, নদী, নগর, দেশের উৎপন্নদ্রব্য প্রভৃতির কথা জানবার আগ্রহ তাদের খুব । আমাদের দেশে পালে পালে পাশ হয়, কিন্তু কেউ কোন খবরই রাখে না । - বিলাতে যারা ম্যাটি কুলেশন পাশ করে তাদের মধ্যে শতকরা ১•১৫ জন কলেজে যায়, কিন্তু এখানে শতকরা ৯৯ জন। কলেজে পড়তে না পেলে তারা ভাবে জীবনটা নষ্ট হয়ে গেল। আরে পাশ । করলেই মাটি ! কেবল কতকগুলো অকেজো পুতুল স্বষ্টি ! শিবপুর -কলেজ থেকে একজন এম-এসসি বা বি-এস সি “অনাস” এর জন্তে