পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/৩৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩১০ আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী ক্রকুট কুটিল দৃষ্টি নিক্ষেপ করিলেন যে, সে ব্যক্তি উত্তরের অপেক্ষ। না করিয়া তথা হইতে পলায়ন করিল। আবার বৎসরান্তে ব্যাঙ্ক র্তাহার টাকার কথা তাহাকে স্মরণ করাইয়া দিলে, তিনি বিরক্ত হইয়৷ উত্তর করিলেন—“দেখ যদি তুমি ফের আমাকে বিরক্ত কর, তাহা হইলে তোমার কাছ থেকে প্রত্যেক পাই পয়সাটি পর্য্যন্ত তুলে নে’ব (Look here Sirrah If you trouble me again I shall withdraw every farthing from your Bank)” wifeজাত্যাভিমানী Salisbury সেসিল-বংশধরগণ (House of Cecil), মারলবরে বংশীয়েরা ( The Churchills) ও অন্যান্য অনেক বড় বড় কুলপতি বিদ্যাবুদ্ধি, রাজনীতিকুশলতায় কাহারও অপেক্ষ এখন নূ্যন নহেন। ধনবান চিকিৎসকের সন্তান চার্লস ডার্বিণ ( Charles Darwin ) বহু বংসর পরিশ্রম করিয়া বিবর্তনবাদ, বা ক্রমবিকাশ বাদ প্রচার করিতে পারিয়াছিলেন । ফলতঃ আজীবন এই রকম একটা খেয়ালের বশৱর্ত্তী হইয়া থাকা, একনিষ্ঠ সাধক হইয় বিজ্ঞানাতুশীলনে রত থাকা কেবল যুরোপেই দেখা যায়, তবে জাপানও য়ুরোপের পশ্চাদামুসরণ করিতেছে । • * এইত গেল যুরোপীয়ের কথা। এ সকল কথা আমি তুলিতাম না, যদি আজ আমার মনে একটু আশার সঞ্চার না হইত। আমাদের দেশের অভিজাত শ্রেণীর মধ্যেও এই স্ব-লক্ষণ দেখা যাইতেছে। জোড়াসাঁকোর ঠাকুর বাড়ীর কথা উত্থাপন করা নিম্প্রয়োজন। দর্শন, কাব্য, গন্ত, সাহিত্য,সঙ্গীত, চিত্রবিদ্যা, অর্থাৎ যাহা কিছু কলা বিদ্যা নামে অভিহিত, সমস্তই ঠাকুর বাড়ী হইতে উৎসারিত হইতেছে । আহলাদের বিষয়, কলিকাতার প্রসিদ্ধ লাহা পরিবারের মধ্যে লক্ষ্মী ও সরস্বতী দ্বন্ধ ভুলিয়া গিয়াছেন। শ্রীমান নরেন্দ্রনাথ প্রত্নতত্ত্ব আলোচনায় কামনে