পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/৩৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৫৪ আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী রাজধানী কলিকাতা ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার *3 og áifos s afáifosso (Export and Internal Trade) অবস্থা দেখিলে মনে হয় যে, কলিকাতার ঐশ্বর্য্য দিন দিন কতই বাড়িতেছে —বাড়িতেছে বটে, কিন্তু 'বেল পাকিলে কার্কের কি? আমি অনেকবার বলিয়াছি যে, কলিকাতার এই ধনাগম ( Bank Deposit ) এক্সচেঞ্জ মার্ট প্রভৃতির দ্বারা যাহা প্রতীয়মান হয়, তাহার শতকরা পাচভাগও বাঙ্গালীর নয়। একবার চিত্তরঞ্জন এভেনিউ দিয়া সাতায়াত করুন ! দেখিবেন দুই ধারেই পাচতল সৌধমালা দিন দুিন উঠিতেছে। সেখানে জমি দশ হাজার হইতে পনর হাজার টাকা কাঠা । জিজ্ঞাসা কর, ইহার কয়টি বাঙ্গালীর ? সমস্ত বড়বাজার, মুর্গাঁহাটা, এজরা স্ট্রীট, পোলক ষ্ট্রট প্রভৃতির যত বড় বড় বাড়ী ও গুদাম ঘর, সমস্তই মাড়োয়ারী, ভাটিয়া, দিল্লীওয়াল। পাশি, আর্ম্মেনিয়ান ও ইহুদীদের ভূধিকৃত। এই গুলির দক্ষিণ হইতে সমস্ত চৌরঙ্গী রোড, ইংরেজ বণিকদের করতলগত । কলিকাতার যাবতীয় জুতা-নির্ম্মাতা হয় চীনা, না হয় পশ্চিমা । আমার এক জন আত্মীয়-যুবক, কলেজ ষ্ট্রীট মার্কেটে জুতার দোকান খুলিয়াছেন। তাহার তাবে পাঁচ ছয় জন পশ্চিম চামার কাজ করে। ইহার প্রত্যেকেই সকাল হইতে কাজ শুরু করিয়া রাত্রি ৯টা ১০টা পর্য্যস্ত অবিরাম পরিশ্রম করে এবং এক জোড়া জুতা না শেষ করিয়া ছাড়ে না। আমি সেদিন জিজ্ঞাসা করিলাম, ইহাদের প্রত্যেকের রোজগার কত ? উত্তর পাইলাম যে, এক জোড়া জুতা তৈয়ারীর মজুরী প্রত্যহ ১ly০ আনা অর্থাৎ মাসিক ৫০ টাকা । একজন চীন মিস্ত্রী ইহাদের অপেক্ষাও কর্ম্মঠ ও সুদক্ষ । ইহারা মাসিক একশত টাকার কমে কাজ করিতে রাজী হয় না । কলিকাতার যাবতীয়