পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/৪০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミ、 ༤ ལོ་ངོ་།། পল্লীৱ ব্য=" + কলিকাতার রম্য হর্ম্ম্যবাসী স্থখসেবী জমীদার ও ব্যারিষ্টারবর্গ পল্লীগ্রামের দুর্দশা কল্পনার নেত্রে দেখেন বটে, কিন্তু তাহার প্রকৃত অবস্থা অতি অল্প লোকই বুঝিতে পারেন । খুলনা জিলার এমনই দুর্দশ যে, ২১ ঘর জমীদার ব্যতীত—যেমন সাতক্ষীরা ও নকীপুর—সকলেই প্রায় বারো মাস সন্থরতলীতে বাস করেন । গণনা করিয়া দেখা গিয়াছে, খুলনা জিলার এই প্রকার অনূ্যন এক শত জমীদার, তালুকদার, গতিদার প্রভৃতি বিদেশে অবস্থান করেন । সুতরাং র্তাহাদের সঙ্গে প্রজাবর্গের সম্বন্ধ শুধু নায়েব, গোমস্ত প্রভৃতি কর্ম্মচারীর ব-কলম। মাত্র তিন সপ্তাহ হইল সাতক্ষীরা মহকুমার অন্তভূক্ত কতকগুলি স্থানে ঘুরিয়, ফিরিয়৷ বেড়াইয়াছি । সেগুলি আবার লবণাক্ত প্রদেশ ; দেখিলাম, নৌকাযোগে জাল পূর্ণ করিয়া প্রায় এক গণের পথ হইতে একটু মিষ্ট পানীয় জল আনিয়া লোক প্রাণধারণ করিতেছে । কোথাও বা দেখি যে, কাহারও জমীদারীর অন্তভূত একটি উচ্চ প্রাইমারী স্কুল কোন রকমে অস্তিত্ব রক্ষা করিয়া আসিতেছে । এক জন জমীদার মাসে এক টাকা চাদ দিবেন বলিয়া প্রতিশ্রুত হইয়াছিলেন, কিন্তু তাহাও কয়েক বৎসর দিতে ভুলিয়া গিয়াছেন । এই শ্রেণীর জর্মীদার যখন ফসলের সময় মফঃস্বলে পদার্পণ করেন, তখন প্রজাগণের থর-হরি কম্প- বগী এল দেশে এইরূপ আতঙ্ক উপস্থিত হয় । আবার বিশ্বস্তসূত্রে অবগত হইলাম, এই শ্রেণীর এক জমীদারের বিরুদ্ধে

  • খুলুন জিলা সম্মিলনের সভাপতির অভিভাষণ, ২০শে জ্যৈষ্ঠ ১৩৩৪ ।