পাতা:আজকের আমেরিকা.djvu/২২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২০৬
আজকের আমেরিকা

একজন বড়লোক। আমার কাগজ পড়ার ভংগি দেখেই বোধ হয় তিনি কাছে এগিয়ে এসে মস্কো নিউজের বাইরের পাতাটার দিকে সন্দেহের চোখে তাকাচ্ছিলেন এবং কিছুক্ষণ বাদে একেবারে সটান কাছে এসে বললেন, “বেয়াদবী ক্ষমা করবেন, কাগজটা একটু দেখ্‌তে পারি?”

 “নিশ্চয়ই।”

 “এটা কোথাকার সংবাদপত্র?”

 “আপনাদের দেশেরই, তবে এসেছে রুশিয়া হতে!”

 “আপনার দেশ কোথায়?”

 “ইণ্ডিয়া।”

 “এসব সংবাদপত্র আপনাদের দেশে যায় না?”

 “জানি না।”

 “এখানে কবে এসেছেন?”

 “গত রাত্রে।”

 “কোথায় থাকেন?”

 “ওয়াই. এম. সি. এ-তে।”

 “ওয়াই. এম. সি. এ-এর ঘরের চাবি আপনার কাছে আছে।”

 “আছে বৈকি।”

 “দেখাতে পারেন?”

 “দেখাব না।”

 “তবে দুঃখিত আপনাকে আমি গ্রেপ্তার করলাম।”

 “তাই হোক, চলুন কোথায় যাবেন; আপনার পরিচয়টা জানতে পারি কি?”

 ভদ্রলোক একখানা ব্যাজ দেখালেন, বুঝলাম তিনি গোয়েন্দা।