পাতা:আত্মবোধ.djvu/১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

t ՖՉ জীষ্মবোধ । অর্থ, ভিন্ন বস্তুদ্বারা অসংস্পষ্ট বিশুদ্ধ, তাহার ভাব, কৈৰল্য, এইৰূপ শাস্ত্রসিদ্ধ হইয়াছে। কিন্তু স্নাত্মার অবিদ্যা . নাশ হইয়াও মায়। কার্য্য বিদ্যার সংসর্গ থাকিলে অজ্ঞানই থাকিল এবিধায় আত্মার পূর্ব্বোক্ত কৈবল্য সিদ্ধ হইল না। অতএব কহিতেছেন যে প্রকার কতকরেণু মলিন জলের মালিন্য সমুদায় বিনাশ করিয়া পশ্চাৎ আপনিও বিনষ্ট হয় সেইৰূপ অজ্ঞানদ্বার মলিন আত্মতত্ত্বকে জ্ঞানাভ্যাসহেতুক বিশেষৰূপে নির্ম্মল করিয়া জ্ঞানৰূপা বিদ্যাও স্বয়ং বিনষ্ট হয়। [মায়া ইহা সত্ত্ব রজঃ তম এই ত্রিগুণ পদার্থের সাম্যাবস্থা, যাহা সাংখ্য শাস্ত্রে প্রকৃতি বলিয়া বিখ্যাত আছে, তন্মধ্যে সত্ত্বগুণ নির্ম্মল, ও রজোগুণ বিবিধ রাগাত্মক, এবং তমোগুণ মলিন ও মোহাত্মক, এবম্বিধ এই গুণসকলের পরস্পর সংসৰ্গাধীন এই সমস্ত সংসার বিরচিত হইয়াছে, অতএব সাংসারিক বস্তুসমূহে উক্ত গুণত্রয়াংশ প্রতীত হয় ] সত্ত্ব গুণের কার্য্য শম ও দম ও ক্ষান্তি ও বিবেক ও স্বধর্ম্মবর্ত্তিত্ব ও সত্য ও দয়া ও স্মৃতি ও তুষ্টি ও ব্যয়শীলতা ও বৈরাগ্য ও শ্রদ্ধা ও লজ্জ ও ঋজুতা ও বিনয়িতা ও আত্মরভিপ্রভৃতি। রজো গুণের কার্য্য কামনা, চেষ্টা, দৰ্প, তৃষ্ণ, ভেদবুদ্ধি, বিষয়ভোগ, মদোৎসাহ, স্তৃতিপ্রিয়তা, হাস্য, বীর্য্য, অন্যায় উদ্যমপ্রভৃতি। তমোগুণের কার্য্য ক্রোধ,লোভ,মিথ্যা, হিংসা, যাক্কো, দম্ভ, শ্রম, কলহ, শোঙ্ক, মোহ, ৰিষাদ, পীড়া, অলস, অনুদ্যমপ্রভৃতি । অপর এই তিন গুণে স্বষ্টি, স্থিতি, প্রলয় । স্বৰ্গ, মর্ত্য, পাতাল । মুখ, দুঃখ, মোহ! জাগ্রৎ, স্বপ্ন, স্বযুপ্তি। বাত, পিত্ত, কফ শুর, রক্ত, কৃষ্ণ, ইত্যাদিক্রমপ্রাপ্ত অখিল কার্য্য আছে । . বাস্তবিক প্রকৃতি এই জগৎসমুহের ভ্রমজনক চিত্রপট ভুল হইয়াছে। যাহার প্রসারণে বহুবৈচিত্রময়